‘আমার দায়িত্ব আমি জানি, কাদা ছোড়াছুড়ি করি না’, ঘাটাল মাস্টারপ্ল্যান ইস্যুতে দিলীপকে পালটা দেবের



টানা বৃষ্টিতে বিপর্যস্ত ঘাটাল। তাতে স্বাভাবিকভাবেই গত কয়েকদিন ধরে প্রশ্নের মুখে তারকা সাংসদ দেবের ভূমিকা। মঙ্গলবার তাঁকে ‘ভালো ছেলে’ বললেও খোঁচা দিতে ছাড়েননি দিলীপ ঘোষ। তারই পালটা দিলেন ঘাটালের সাংসদ। তিনি বললেন, “আমি কাদা ছোড়াছুড়ি করি না। পছন্দও করি না। আমি জানি আমার দায়িত্ব কী। যারা ভোট দিয়েছেন তাঁরাও জানেন দেব কী করে, সেটাই আমার কাছে যথেষ্ট।”

Post a Comment

Previous Post Next Post