একদিন রোদ ঝলমল আবহাওয়ার পর আবার তুমুল বৃষ্টি। আবার দুর্যোগের মেঘ বঙ্গে। কলকাতার আকাশে ঘনঘোর বর্ষার সঙ্কেত। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী ২৪ ঘন্টায় পশ্চিম-মধ্য এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। মৌসুমি বায়ুর জোরদার প্রভাব এখন ফিরোজপুর, কর্ণাল, মীরাট, বারাণসী, জামশেদপুর, দিঘায়। উত্তর বঙ্গোপসাগরে প্রত্যাশিত নিম্নচাপ অঞ্চলের প্রভাবে, ২৪ থেকে ২৮ জুলাই তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়তে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস : বৃহস্পতিবার ও শুক্রবার
আজ, বৃহস্পতিবার, দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি/বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার এক বা দুটি জায়গায় ভারী থেকে অতি বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। বৃষ্টি চলবে শুক্রবারও। এদিন ভারী থেকে অতি বৃষ্টিপাত (০৭-২০ সেমি) হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া জেলার এক বা দুটি জায়গায় । দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে।
কেমন থাকবে সপ্তাহ শেষে আবহাওয়া ?
ও রবিবারও মুখভারই থাকবে আকাশের । আবহাওয়া দফতরের বুলেটিন বলছে, দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত (০৭-১১ সেমি) হতে পারে শনিূাপ। তবে রবিবার থেকে বৃষ্টির দাপট ক্রমেই কমবে বলে মনে করা হচ্ছে।
আবহাওয়া দফতরের আশঙ্কা, . তীব্র বৃষ্টিপাতের সময় নিচু এলাকা, আন্ডারপাস রাস্তায় সাময়িকভাবে জল জমতে পারে। দৃশ্যমানতা হ্রাসপাওয়ার আশঙ্কা আছে। সেইসঙ্গে শহরাঞ্চলে যান চলাচলে ব্যাঘাত ঘটতে পারে।