অনলাইন গেমিং বিল আসার পর ভারতের যাবতীয় বেটিং অ্যাপ বন্ধ হয়ে যাচ্ছে। এই তালিকায় নাম রয়েছে ড্রিম ইলেভেনেরও (Dream 11)। টিম ইন্ডিয়ার সঙ্গে এই সংস্থার চুক্তিও বাতিল করে দেওয়া হয়েছে। ইতিপূর্বে টিম ইন্ডিয়ার জার্সিতে ড্রিম ইলেভেনের লোগো দেখতে পাওয়া যেত। আর সেকারণেই এশিয়া কাপ শুরু হওয়ার আগে বিসিসিআই (BCCI) নতুন স্পনসর খুঁজতে উঠেপড়ে লেগেছিল। এই পরিস্থিতিতে সকলের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, আসন্ন এশিয়া কাপে টিম ইন্ডিয়া কি স্পনসর ছাড়াই খেলতে নামবে?
টয়োটা হবে টিম ইন্ডিয়ার নয়া স্পনসর
NDTV-তে প্রকাশিত একটি খবর অনুসারে, টয়োটা মোটর কর্পোরেশন এবং ফিনটেক স্টার্টআপ টিম ইন্ডিয়ার স্পনসরশিপের ইচ্ছা প্রকাশ করেছে। যদি এই খবর সত্যি হয়, তাহলে আসন্ন এশিয়া কাপে টিম ইন্ডিয়ার জার্সিতে টয়োটা মোটর কর্পোরেশনের নাম দেখতে পাওয়া যাবে। যদিও এই ব্যাপারে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে সূত্রের খবর, বিসিসিআই নাকি এবার আরও বড় অঙ্কের চুক্তি সই করতে পারে।
স্পনসরশিপ না পেলে কী হবে?
আগামী ৯ সেপ্টেম্বর থেকে ২০২৫ এশিয়া কাপের আসর বসতে চলেছে। এরমধ্যে বিসিসিআই যদি নতুন স্পনসর না পায়, সেক্ষেত্রে টিম ইন্ডিয়া কোনও স্পনসর ছাড়াই এই টুর্নামেন্টে খেলতে নামবে। ইতিপূর্বে বিসিসিআই সচিব দেবজিৎ শইকিয়া বলেছিলেন, 'যদি এই ব্যাপারে কোনও পারমিশন না পাওয়া যায়, তাহলে আমাদের আর কিছু করার নেই। দেশের প্রত্যেকটা নীতি বিসিসিআই পালন করতে সর্বদা প্রস্তুত।'
২০২৩ সালে বাইজুসের জায়গায় ড্রিম ইলেভেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সঙ্গে চুক্তি করে। দুজনের মধ্যে আনুমানিক ৩৫৮ কোটি টাকার চুক্তি হয়েছে। এরমধ্যে প্রত্যেকটা ঘরোয়া ম্য়াচের জন্য ৩ কোটি এবং বাইরের ম্যাচের জন্য ১ কোটি টাকা রয়েছে।