অভয়ার ন্যায়বিচারের দাবিতে ১৪ আগস্ট নাগরিক কনভেনশন


অভয়ার ন্যায়বিচারের দাবিতে ১৪ আগস্ট নাগরিক কনভেনশন

 অভয়া নামে এক তরুণীর মৃত্যুর ঘটনায় দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবিতে আগামী ১৪ আগস্ট নাগরিক কনভেনশন অনুষ্ঠিত হতে চলেছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কনভেনশনে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আয়োজকদের বক্তব্য, চিকিৎসার অভাবে ও প্রশাসনিক উদাসীনতার ফলে অভয়ার জীবন শেষ হয়ে গেছে। তাঁরা অভিযোগ করেছেন, ধর্ষণ ও অত্যাচারের মতো গুরুতর অভিযোগে অভিযুক্তদের অনেকেই এখনও মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে, যা ন্যায়বিচারের পথে বড় বাধা। পাশাপাশি, অপরাধীদের শাস্তি নিশ্চিত করা এবং ভুক্তভোগী পরিবারের সুরক্ষার দাবিও জানানো হয়েছে।

বিভিন্ন বিশিষ্ট নাগরিক, মানবাধিকার কর্মী, আইনজীবী, চিকিৎসক, সংস্কৃতিকর্মী ও সাংবাদিকরা ইতিমধ্যেই এই দাবির সমর্থনে এগিয়ে এসেছেন। তাঁদের বক্তব্য, প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্ব যদি ন্যায়বিচার নিশ্চিত না করে, তবে এই ধরনের ঘটনা রোধ করা সম্ভব হবে না।

১৪ আগস্টের এই কনভেনশনের মাধ্যমে অভয়ার মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা ও ভবিষ্যতে এ ধরনের অপরাধ রুখতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি তোলা হবে। আয়োজকদের আহ্বান—ন্যায় ও মানবাধিকারের স্বার্থে সাধারণ মানুষকে এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিতে হবে।


Post a Comment

Previous Post Next Post