‘অভয়ার মা যতক্ষণ চাইবেন, আমরা রাস্তায় বসে থাকব’, হুঙ্কার শুভেন্দুর


নবান্ন অভিযানে পুলিশি বর্বরতার অভিযোগ বিজেপির। দলের বিধায়কদের নিয়ে পার্ক স্ট্রিটে অবস্থানে শুভেন্দু অধিকারী। যতক্ষণ আরজি করের ডাক্তারি পড়ুয়ার মা চাইবেন, ততক্ষণ এই অবস্থান চলবে বলে জানিয়েছেন তিনি।এ দিন মিছিল করে ডোরিনা ক্রসিংয়ের দিকে যাওয়ার পথে পার্ক স্ট্রিটে শুভেন্দুদের আটকে দেয় পুলিশ। মিছিল আটকাতেই শুরু হয় ধস্তাধস্তি। এর পরেই পার্ক স্ট্রিটে ফ্লাইওভারের নীচে বসে পড়েন শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল-সহ বিজেপির একাধিক বিধায়ক, নেতা-কর্মী। সেখানে বসেই একের পরে এক বিস্ফোরক অভিযোগ তোলেন শুভেন্দু। পুলিশের বিরুদ্ধে বিজেপি বিধায়কদের মারধরের অভিযোগ তাঁর।শুভেন্দুর দাবি, ১০০ জনের বেশি আহত হয়েছেন। নির্যাতিতার বাবা-মাকেও হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ তোলেন তিনি। এর পরেই শুভেন্দু ঘোষণা করেন, ‘নির্যাতিতার বাবা-মা যতক্ষণ চাইবেন, এই অবস্থান চলবে। পুলিশের অত্যাচার চলছে। তবে ভুললে চলবে না, আন্দোলনও কিন্তু শেষ হয়নি। লাঠি দিয়ে পিটিয়েছে আমাদের লোকজনকে। কী করেনি মনোজ ভার্মার পুলিশ? একটাও বিজেপির ঝান্ডা নেই। অথচ ১৮ জন হাসপাতালে। তাঁদের রেলের হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

Post a Comment

Previous Post Next Post