৩০ দিনের কাস্টডি মানেই বাতিল মন্ত্রিত্ব, বিলে ঠিক কী বলা আছে জানেন?


লোকসভায় পেশ করা ১৩০তম সংবিধান সংশোধনী বিল নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে গোটা দেশে। এই বিলের প্রস্তাব অনুযায়ী, কোনও কেন্দ্রীয় বা রাজ্যের মন্ত্রী যদি গুরুতর অভিযোগে গ্রেপ্তার হয়ে একটানা ৩০ দিন জেল হেফাজতে থাকেন, তাহলে তিনি আর পদে থাকতে পারবেন না। এই প্রস্তাব ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এক নজরে দেখে নিন ঠিক কী বলা হয়েছে ওই বিলে...

মূল বক্তব্য
কেন্দ্রের বা রাজ্যের কোনও মন্ত্রী যদি গুরুতর অভিযোগে (সিরিয়াস চার্জ) গ্রেপ্তার হয়ে একটানা ৩০ দিন কাস্টডিতে থাকেন, তা হলে ৩১তম দিন থেকে সংশ্লিষ্ট মন্ত্রী আর সেই পদে থাকবেন না

পিএম ও সিএম-এর সুপারিশে যথাক্রমে কেন্দ্রীয় স্তরে রাষ্ট্রপতি ও রাজ্য স্তরে রাজ্যপাল সংশ্লিষ্ট মন্ত্রীকে সরিয়ে দেবেন

যদি কোনও মুখ্যমন্ত্রী অপসারণের সুপারিশ ৩১তম দিনে না করেন, তা হলে সংশ্লিষ্ট মন্ত্রী সে দিন থেকে অটোম্যাটিকালি আর পদে থাকবেন না

প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে ৩১তম দিনে তাঁদের পদত্যাগ করতে হবে। না করলে অটোম্যাটিকালি পদ থেকে খারিজ হবেন

জেল-মুক্তির পরে পিএম, সিএম-সহ সংশ্লিষ্ট মন্ত্রীরা পুনর্বহাল হতে পারবেন

সিরিয়াস চার্জ কী?
দেশের আইনে যে সব অপরাধের ক্ষেত্রে অন্তত পাঁচ বছরের জেল হয়, সেগুলিকে এই বিলে গুরুতর অপরাধ বলা হয়েছে

১৩০তম সংবিধান সংশোধনী বিল
৭৫, ১৬৪, ২৩৯এএ অনুচ্ছেদে সংশোধন আনতে হবে

প্রথম দু’টো অনুচ্ছেদে মন্ত্রীদের নিয়োগ, অপসারণ, দায়িত্ব-সহ নানা বিধির কথা বলা হয়েছে

২৩৯এএ-তে দিল্লি-সংক্রান্ত বিষয় আলোচিত হয়েছে

Post a Comment

Previous Post Next Post