আধার কার্ড নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের যুক্তিকেই কার্যত মান্যতা দিল সুপ্রিম কোর্ট। নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণপত্র হিসেবে ব্যবহার করা যাবে না আধার কার্ড, মঙ্গলবার তা জানাল বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ। আধার কার্ড যাচাই করার উপরেও গুরুত্ব আরোপ করেছে আদালত।
বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) চলছে। নির্বাচন কমিশনের সেই প্রক্রিয়া বাতিল করা বা তাতে স্থগিতাদেশ দেওয়ার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলা দায়ের হয়েছে। সেই মামলার শুনানিতেই এই কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট।