উত্তরপ্রদেশের নয়ডার পর এবার কলকাতা! গ্রেফতারকৃতদের ভুয়া থানা খুঁজে পেল কলকাতা পুলিশ!
কলকাতা: সম্প্রতি উত্তরপ্রদেশের নয়ডা এলাকায় ভুয়া থানা খুলে সাধারণ মানুষকে প্রতারণার একটি ঘটনা সামনে এসেছে। সেই ঘটনায় উত্তরপ্রদেশ পুলিশ মূল অভিযুক্ত বিভাস অধিকারী সহ ৬ জনকে গ্রেপ্তার করেছিল। এবার কলকাতায়ও অভিযুক্তের ভুয়া থানা পাওয়া গেছে!
এবার কলকাতায় ভুয়া ইন্টারপোল থানা খোলার একটি ঘটনা সামনে এসেছে। সূত্রের খবর, প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতা এবং শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে যার নাম উঠে এসেছে, তিনি কলকাতায়ও ভুয়া থানা খুলেছিলেন। ১ মাস আগে কলকাতার বেলেঘাটা থানা এলাকার সিআইটি রোড এলাকায় ৪০ হাজার টাকায় ২টি ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন তিনি। ২টি ফ্ল্যাট ভাড়া করে তিনি ভুয়া থানা খুলেছিলেন। কয়েকদিন আগে পর্যন্ত এই ফ্ল্যাটে ইন্টারপোলের বোর্ড ছিল। কিন্তু অভিযোগ, বিভাস অধিকারীর গ্রেপ্তারের খবর পাওয়ার পরই বোর্ডটি সরিয়ে ফেলা হয়। স্থানীয়রা বলছেন, গত ১ মাস ধরে এই ফ্ল্যাটে কিছু লোক আসা-যাওয়া করত। ২ জন নিরাপত্তা কর্মীর কাছেও বন্দুক ছিল, এছাড়াও নীল আলোর একটি গাড়িও এসেছিল!
কলকাতা পুলিশ এখন তদন্ত করছে যে এখানেও কোনও ব্যক্তি প্রতারিত হয়েছেন কিনা।