SIR এর মাধ্যমে ভোট অধিকার এবং ঘুর পথে নাগরিকত্ব কেড়ে নেওয়ার চক্রান্ত প্রতিবাদে সরব বিরোধী নাগরিক উদ্যোগ। এদিন মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরের সামনে NO SIR,NO NRC এই স্লোগান কে সামনে রেখে সর্ব জন অধিকার মঞ্চ ও সিপিআইএমএল লিবারেশন। সোমবার মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরের সামনে বেঙ্গল চেম্বারের সামনে জমায়েত করে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। SIR নাম করে ভোটার তালিকা থেকে গরীব, দলিত, আদিবাসী, সংখ্যালঘু ও বাড়ি ছেড়ে বাইরে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিক দের নাম বাদ দেওয়া হয়েছে বিহারের বিশেষ নিবিড় সমীক্ষার মাধ্যমে। তাই পশ্চিমবঙ্গে তারা SIR লাগু করতে দেবেন বলে বলে জানালেন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ আসলে SIR এর নাম করে ঘুরে পথে NRC করে দেশের নাগরিক দের বেনগরিক করার চক্রান্ত চলছে বলে অভিযোগ আন্দোলনকারীদের। ভোটার কার্ড, আধার কার্ড এবং রেশন কার্ড থাকার সত্বেও বলা হচ্ছে এই নথিপত্র যথেষ্ট নয় বলে জা নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন বলে অভিযোগ বিরোধী নাগরিক উদ্যোগের। জন্ম সংশপত্র, জামিনের দলিল উচ্চ শিক্ষার সার্টিফিকেট সহ ১১ টি নথির কথা বলা হচ্ছে। গরীব মানুষের পক্ষ সেটা জোগাড় করা অসম্ভব বলে জানালেন বিরোধী নাগরিক উদ্যোগ। একই ভাবে এদিন SIR বাতিলের প্রতিবাদে মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরের সামনে বিক্ষোভ দেখায় এন সি পি শারদ পাওয়ার গোষ্ঠীর দলের সদস্যরা। তাদের অভিযোগ দেশজুড়ে SIR এর নামে বৈধ ভোটার দের নাম কাটা হচ্ছে। তাদের দাবি অবিলম্বে SIR বাতিল করতে হবে আর ভোট চুরি বন্ধ করতে হবে। যতদিন জাতীয় নির্বাচন কমিশন SIR বাতিল করবে না তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলে হুশিয়ারি পশ্চিমবঙ্গে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি শারদ পাওয়ার গোষ্ঠীর সদস্যদের। এদিন নিরাপত্তার খাতিরে মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরের গেট বন্ধ করে দেওয়া হয়। পুলিশি নিরাপত্তায় সুনিশ্চিত করে ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়।