ভারত-পাক যুদ্ধের সময় পাঁচটি যুদ্ধবিমান গুলি করে নামানো হয়েছিল বলে দাবি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। জুলাই মাসে ওই দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তার এক মাস পরেই, অগস্ট মাসে সেই দাবি থেকে কিছুটা সরে এলেন তিনি। সোমবার হোয়াইট হাউসে তিনি বলেন, ভারত-পাক সংঘাতের সময় সাতটি বিমান গুলি করে নামানো হয়েছে। এ বারও অবশ্য কারা গুলি করে কাদের বিমান নামিয়েছিল, তা উল্লেখ করেননি তিনি।
আরও একটি বিষয়েও ধারাবাহিকতা বজায় রেখেছেন ট্রাম্প। আরও এক বার তিনি দাবি করেছেন, তাঁর মধ্যস্থতাতেই ভারত-পাক সংঘর্ষবিরতি হয়েছিল। উল্লেখ্য, পাকিস্তানের সঙ্গে সংঘাতে যে ভারতের যুদ্ধবিমান ধ্বংস হয়েছে, তা মেনে নিয়েছিলেন ভারতের সেনা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহানই। তবে কতগুলি বিমান, সেই সংখ্যা তিনি স্পষ্ট করেননি।
অন্য দিকে, পাকিস্তান একাধিক বার দাবি করেছে যে, ভারতের অন্তত ছ’টি যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে তারা। পাকিস্তানের দাবি প্রসঙ্গে প্রশ্ন করা হলে জেনারেল চৌহান বলেছিলেন, ‘‘সম্পূর্ণ ভুল তথ্য।’’ পরে ভারতের বায়ুসেনা প্রধান এপি সিংহ জানান, ভারতের হামলায় পাকিস্তানের ছ’টি বিমান ধ্বংস হয়েছে। তার মধ্যে পাঁচটিই যুদ্ধবিমান। এ ছাড়া একটি বড় আকারের সামরিক বিমান ধ্বংস হয়েছে। ৩০০ কিলোমিটার দূর থেকে হামলা চালানো হয়েছিল বলেও জানান বায়ুসেনাপ্রধান।
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনায় পাকিস্তানকে দায়ী করে গত ৬ মে তাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালায় ভারত। নাম দেওয়া হয় ‘অপারেশন সিঁদুর’। ভারতের হামলায় একাধিক পাক জঙ্গিঘাঁটি ধ্বংস হয়। এর পর টানা চার দিন দুই দেশের মধ্যে সংঘাত চলে। আপাতত সংঘর্ষবিরতি চললেও দ্বিপাক্ষিক সম্পর্ক এখনও তলানিতে।