কলকাতার গেস্ট হাউসে অচৈতণ্য অবস্থায় উদ্ধার তরুণী, মৃত্যু নিয়ে ক্রমেই গাঢ় রহস্য!


দক্ষিণ কলকাতার আনন্দপুরের একটি গেস্ট হাউস থেকে এক বার ড্যান্সারকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়েছিল। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেছেন। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আনন্দপুরের গেস্ট হাউস থেকে অচৈতন্য অবস্থায় ওই পানশালার নর্তকীকে উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই তরুণীর নাম শ্রেয়া বর্মা, তিনি পাঞ্জাবের বাসিন্দা। রবিবার আনন্দপুরের ওই গেস্ট হাউসে এক পুরুষ বন্ধুর সঙ্গে তিনি গিয়েছিলেন।

সূত্রের খবর, রাতভর ওই গেস্ট হাউসের ঘরে মদ্যপান করেছিলেন তাঁরা। সোমবার সকালে ওই তরুণীর পুরুষ বন্ধু ওই গেস্ট হাউস থেকে বেরিয়ে গিয়েছিলেন। কিন্তু ওই পুরুষ বন্ধুটি বেরিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই গুরুতর অসুস্থ বোধ করতে থাকেন তরুণী।

পরে তিনি ফোন করে ওই যুবককে গেস্ট হাউসে আসতে বলেন। পরে ওই যুবক গেস্ট হাউসে এসে সেখান থেকে অচৈতন্য অবস্থায় তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। তবে শেষ রক্ষা হয়নি। ওই তরুণীকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেছেন।

তবে ঠিক কী কারণে ওই তরুণীর এমনভাবে মৃত্যু হল তা এখনও স্পষ্ট হয়নি। অতিরিক্ত মদ্যপানের জেরেই মৃত্যু? নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনও ঘটনা।

তরুণীর পুরুষ বন্ধুকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী পুলিশ আধিকারিকরা। ওই গেস্ট হাউসের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। এরই পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওই গেস্ট হাউসের অন্যান্য কর্মীদেরও।

Post a Comment

Previous Post Next Post