এটা অত্যন্ত দুঃখের যে আর জি করে আমাদের মেয়ের উপরে যে অত্যাচার হয়েছে তার দুঃখ আমাদের সবার মনে রয়েছে বলে জানালেন মেয়র ও মন্ত্রী ফিরহাদ হাকিম।


এটা অত্যন্ত দুঃখের যে আরজিকরের   আর জি করের আমাদের মেয়ের উপরে যে অত্যাচার হয়েছে তার দুঃখ আমাদের সবার মনে রয়েছে বলে জানালেন মেয়র ও মন্ত্রী ফিরহাদ হাকিম। আর জি করের ঘটনার একবছর কেটে যাওয়ার পরেও ইনসাফ হয়নি। সেই প্রশ্নের উত্তরে তিনি জানান এটা নিয়ে কোন দ্বিমত নয় যে দোষীর শাস্তি আমরা সবাই চাই। কিন্তু এটাকে পলিটিক্যালাইস করে দিয়ে আরজিকরের যে মেয়ের সঙ্গে অন্যায় হয়েছে যে মেয়ের প্রাণ গেছে তাকে  ছোট করে দেওয়া হচ্ছে। পাল্টা প্রশ্ন ফিরহাদের নবান্ন অভিযান কিসের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন যে প্রকৃত দোষী কে শাস্তি চায়। তারা হাই কোর্টে গেছেন, গিয়ে বললেন যে পুলিশের উপরে বিশ্বাস নেয়, আমরা সিবিআই তদন্ত চায়। সিবিআই তদন্ত করেছে চার্জশিট দিয়েছে। সাজা ঘোষণা হয়েছে। সেই শাস্তি ঘোষণায় আমরা সন্তুষ্ট নয়। কারণ যদি এটা পুলিশ তদন্ত করত তাহলে আমরা ফাঁসি হুকুম পেতাম বলে জানালেন মেয়র ফিরহাদ হাকিম। কিন্তু রাজনীতিক কারণে যারা সব সময় রাজনীতির জন্য কোর্ট কে ব্যবহার করে। তারা কোর্টে গেছেন বলে পাল্টা অভিযোগ ফিরহাদ হাকিম। সিবিআই হয়েছে কোর্টের বিষয় নিয়ে আমাদের কোনো বক্তব্যই নেই বলে জানালেন মেয়র ফিরহাদ হাকিম। তার পরেও বিভিন্ন রাজনীতিক দল বিরোধীদের পাল্লায় পড়ে এটা করা হচ্ছে বলে অভিযোগ ফিরহাদ হাকিমের। মুখ্যমন্ত্রী বার বার ডাক্তার দের সঙ্গে কথা বলেন। তার পরেও অর্থহীন আন্দোলনের কারণ টা কি। তার উত্তর নিজেই দিয়ে তিনি জানালেন অর্থহীন আন্দোলনের কারণ হচ্ছে  রাজ্যের যে মা মাটির সরকার আছে তাকে বদনাম করতে চাইছে। যেটা তারা করতে পাচ্ছে না বলে দাবি ফিরহাদ হাকিমের। তার অভিযোগ যেহুতু বিজেপি শাসিত রাজ্য বাঙালিদের উপরে অত্যাচার করা হচ্ছে। বাংলা ভাষার উপরে আক্রমণ করা হচ্ছে। সেটা নিয়ে সারা বাংলায় গর্জন হচ্ছে।তাই এই ঘটনা কে ধামাচাপা দিতে তার মুখ ঘুরিয়ে দিতে চাইছে। তার পাল্টা অভিযোগ যেহুতু বিজেপির পায়ের তলায় মাটি নেই। তাই বিভিন্ন রাজনীতিক দল মিলেই বাঙালি দের বিরুদ্ধে অত্যাচারের বিষয় কে অভিমুখ ঘুরিয়ে দেওয়ার জন্য এই নবান্ন অভিযান হচ্ছে বলে জানালেন মেয়র ফিরহাদ হাকিম। তার দাবি আমরা মনে প্রাণে চাই ফাঁসি হোক। কিন্তু যারা কোর্টে গিয়ে ফাঁসি আটকানাও চেষ্টা করেছে। আজকে তারাই আন্দোলনে নেমেছে। আমরা চাই যা তদন্ত হওয়ার হোক বলে দাবি করলেন ফিরহাদ।

Post a Comment

Previous Post Next Post