RG Kar কাণ্ডে নতুন তদন্তকারী সংস্থাকে দায়িত্ব দেওয়া উচিত, সিবিআইয়ে আস্থা নেই খোদ দিলীপের!


আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের বছরপার। সিবিআইকে ‘বোগাস’ বলে দাবি করেছেন নির্যাতিতার বাবা-মা। এবার সেই একই সুর শোনা গেল বিজেপি নেতা দিলীপ ঘোষের গলায়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে বিজেপি নেতার বেসুরো মন্তব্য নিয়ে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে শুরু জোর ফিসফিসানি।
শনিবার দিলীপ ঘোষ বলেন, “যখন এমন জঘন্য অপরাধে সুবিচার মিলবে না, তখন স্বাভাবিকভাবেই সংশ্লিষ্ট সবপক্ষকে ঘিরে প্রশ্ন উঠবে। আদালতের মাধ্যমে নতুন করে নিরপেক্ষ তদন্ত শুরু হওয়া উচিত। অনেক তথ্য উপেক্ষিত হয়েছে। যারা তদন্ত করেছে, তাদের বাদ দিয়ে নতুন তদন্তকারী সংস্থাকে দায়িত্ব দেওয়া উচিত।”

Post a Comment

Previous Post Next Post