মঙ্গলবার গভীর রাতে ফের কেঁপে উঠল কাশ্মীর উপত্যকা। রাত ১১টা ৪৬ মিনিটে মাঝারি তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় উপত্যকার বিস্তীর্ণ অঞ্চলে। হঠাৎ কম্পনে ঘুম ভাঙে বহু মানুষের। আতঙ্কে অনেকেই বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। তবে, আপাতত প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীনগরসহ উপত্যকার একাধিক জেলায় স্পষ্টভাবে কম্পন অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পে আতঙ্ক ছড়ায় জনমনে। প্রশাসনের তরফে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানানো হয়েছে।
উল্লেখযোগ্যভাবে, গত শুক্রবারও আফগানিস্তানে ৫.৬ মাত্রার ভূমিকম্প হয়েছিল, যার প্রভাব পড়েছিল জম্মু ও কাশ্মীরের কিছু এলাকায়। সেই ভূমিকম্পের উৎস ছিল আফগানিস্তান–তাজিকিস্তান সীমান্তের কাছে প্রায় ১০ কিলোমিটার গভীরে। বিকেল ৫টা ৪৫ মিনিটে হওয়া সেই কম্পনেও ক্ষয়ক্ষতির খবর না মিললেও, মানুষের মনে আতঙ্কের ছায়া ঘনিয়েছিল।
বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক সময়ে আফগানিস্তান ও তার পার্শ্ববর্তী এলাকায় ধারাবাহিকভাবে ভূমিকম্পের ঘটনা ঘটছে। মাত্র গত মাসেই দক্ষিণ-পূর্ব আফগানিস্তানে ৬.২ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারিয়েছিলেন প্রায় ২,২০০ জন। পুরো গ্রাম মাটির নিচে তলিয়ে যায়, ভেঙে পড়ে অসংখ্য বাড়িঘর।
সেই স্মৃতি এখনও তাজা উপত্যকার মানুষের মনে। মঙ্গলবার রাতের কম্পন যেন ফের সেই ভয়াবহ দিনের স্মৃতি উসকে দিল কাশ্মীরে।