আমেরিকায় চলমান সরকারি অচলাবস্থা (শাটডাউন)-র কারণে আগামী সপ্তাহ থেকেই খাদ্য সহায়তা দেওয়া বন্ধ করে দিচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এই প্রকল্পের অধীনে ৪ কোটিরও বেশি মানুষ খাদ্য সহায়তা পেতেন। তবে সে দিন শেষ! নভেম্বরে তাঁরা আর এই সুবিধা পাবেন না বলে জানিয়ে দিয়েছে মার্কিন কৃষি দফতর।
মার্কিন কৃষি দফতরের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘‘সরকারি সাহায্যের ভাঁড়ার তলানিতে ঠেকেছে।’’ ফলে নভেম্বর মাসে কর্মসূচিটি চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত অর্থ তাদের তহবিলে নেই। সে কারণেই আপাতত খাদ্য সহায়তা বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে হচ্ছে। এই অচলাবস্থার জন্য সেনেটর এবং ডেমোক্র্যাটদেরই দায়ী করেছে কৃষি দফতর।
পরিসংখ্যান বলছে, মার্কিন মুলুকে প্রতি আট জনের মধ্যে একজন ‘সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম’ (স্ন্যাপ)-এর সুবিধা পান। এর আওতায় পরিবারগুলি গড়ে ১৯০ থেকে ৩৫৬ মার্কিন ডলার আর্থিক সুবিধা পায়। অনেক মুদিখানার বাজেটেও এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে চলতি মাসের শুরুতে জরুরি তহবিলের জমানো অর্থ খাদ্য সহায়তা তহবিলে ঢালতে অস্বীকার করেছে ট্রাম্প প্রশাসন। তাদের যুক্তি, অদূর ভবিষ্যতে প্রাকৃতিক দুর্যোগের মতো বিভিন্ন জরুরি পরিস্থিতিতে এই অর্থের প্রয়োজন পড়বে। তা ছাড়া, গত কয়েক সপ্তাহ ধরে আমেরিকায় সরকারি ‘শাটডাউন’ চলছে। বেতন ছাড়াই কাজ করছেন সে দেশের জরুরি পরিষেবাক্ষেত্রে কর্মরত সাড়ে সাত লক্ষেরও বেশি মানুষ। অনেকের আশঙ্কা, সেই আবহে খাদ্য সহায়তাও বন্ধ হতে চলায় সঙ্কটের মুখে পড়তে পারে দেশের স্বাস্থ্যব্যবস্থা।
প্রসঙ্গত, সোমবার মার্কিন সরকারি অচলাবস্থা ২৭তম দিনে পা রেখেছে। সে দেশের ইতিহাসে এটিই দ্বিতীয় দীর্ঘতম অচলাবস্থা। অন্য দিকে, প্রেসিডেন্ট ট্রাম্পের জরুরি তহবিলের অর্থ ব্যবহার করতে না দেওয়ার নিন্দা জানিয়েছেন ডেমোক্র্যাটেরা। শুক্রবার কংগ্রেসওম্যান রোসা ডেলারো এবং অ্যাঞ্জি ক্রেগ বলেন, ‘‘এটি সম্ভবত ট্রাম্প প্রশাসনের করা সবচেয়ে নিষ্ঠুর এবং বেআইনি অপরাধ।’’ অন্য দিকে, দেশের এই পরিস্থিতিতে আর্জেন্টিনাকে আর্থিক সহায়তা প্রদান, হোয়াইট হাউসে নতুন বলরুম তৈরি— এ সবেরও সমালোচনাও করেছেন তাঁরা।