‘খেলা হবে, সবাই খেলব আর জিতবও’, বিধানসভা নির্বাচনের আগে ফের স্লোগান তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের। রবিবার বীরভূমের সাঁইথিয়া এলাকার একটি মাঠে ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অনুব্রত। এ দিন খেলার মাঠ থেকেই তিনি এই স্লোগান দেন। তাতে খানিক উচ্ছ্বসিত দেখায় তাঁর অনুগামীদের।
২০২১–এ বিধানসভা নির্বাচনে অনুব্রত মণ্ডলের নেতৃত্বে বীরভূম জেলার ১১টি বিধানসভা আসনের মধ্যে ১০টিতে জয়ী হয় তৃণমূল। তবে বোলপুর, সিউড়ি, রামপুরহাট, দুবরাজপুর শহরে লিড পেয়েছিল বিজেপি৷একই ভাবে, অনুব্রতর অনুপস্থিতিতে কোর কমিটির নেতৃত্বে ২০২৪–এর লোকসভা নির্বাচনে বীরভূমের দু’টি লোকসভাতেই জয়ী হন তৃণমূলের প্রার্থীরা৷ কিন্তু, এ ক্ষেত্রেও জেলার চারটি শহরে লিড পায় বিজেপি৷
এ দিন অনুব্রত আরও বলেন, ‘৩৪ বছর খেলা বন্ধ হয়ে রয়েছে। এ বার রাজ্যজুড়ে আমরা খেলব, আর জিতবও। আপনারাও খেলবেন, আমরাও খেলব। সবাই একসঙ্গে খেলব, জয়লাভও করব।’ ২০২১ সালে বিধানসভা ভোটের আগে ‘খেলা হবে’ স্লোগান রীতিমতো মুখে মুখে ঘুরেছিল। অনেকেই বলেন, অনুব্রতই এই স্লোগান প্রথম আওড়ে ছিলেন। ২০২৬-র নির্বাচনেও তার অন্যথা হবে না বলে মনে করছেন তৃণমূলের একাংশ।