কেন্দ্রের হস্তক্ষেপেই বিচারপতি শ্রীধরণের বদলিতে বদল, স্বীকার করল সুপ্রিম কলেজিয়াম


কেন্দ্রের হস্তক্ষেপেই বিচারপতি বদলির সিদ্ধান্তে বদল আনা হয়েছিল। স্বীকার করল প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের নেতৃত্বাধিন সুপ্রিম কোর্টের কলেজিয়াম। শীর্ষ আদালতের ওয়েবসাইটে কেন্দ্রীয় সরকারের পরামর্শ মতো বিচারপতিদের বদলি সিদ্ধান্তের বিষয়টি স্পষ্ট করা হয়েছে। 

সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে প্রধান বিচারপতি নিয়োগ এবং তাঁদের বদলির বিষয়ে সিদ্ধান্ত নেয় শীর্ষ আদালতের কলেজিয়াম।‌ যা আসলে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বিচারপতিদের একটি কমিটি। বর্তমানে মধ্যপ্রদেশ হাইকোর্টে কর্মরত বিচারপতি অতুল শ্রীধরণ। চলতি মাসের গোড়ায় কলেজিয়াম তাঁকে ছত্তিসগড় হাইকোর্টে বদলি করেছিল।‌‌ পরে ১৪ অক্টোবর কলেজিয়াম তার বদলির আদেশ পরিবর্তন করে। নতুন করে তাঁকে এলাহাবাদ হাইকোর্টে বদলির নির্দেশ জারি করা হয়। এভাবে সিদ্ধান্ত বদল নিয়ে প্রশ্ন ওঠে।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে কলেজিয়াম স্পষ্ট করেছে, সুপ্রিম কলেজিয়ামের ১৪ অক্টোবরের সভায় বিচারপতি বদলি নিয়ে সরকারের পুনর্বিবেচনার দাবি মেনে ছত্তিসগড় হাইকোর্টে বদলে বিচারপতি শ্রীধরণকে এলাহাবাদ হাই কোর্টে বদলি করা হয়েছে। জানা গিয়েছে, কলেজিয়ামের আগের সিদ্ধান্ত নিয়ে আপত্তি তুলেছিল কেন্দ্রের আইন ও বিচার মন্ত্রক। বিচারপতি শ্রী ধরণকে এলাহাবাদ হাইকোর্টে বদলি করতে সরকারের তরফে সুপ্রিম কোর্টের কলেজিয়ামকে পরামর্শ দেওয়া হয়েছিল।‌

Post a Comment

Previous Post Next Post