বেহালা আর্কেডিয়া পুকুর থেকে দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ।


বেহালায় পুকুর থেকে দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

বেহালা: বৃহস্পতিবার ভোরবেলা বেহালার আরকেডিয়া পুকুর থেকে এক ব্যক্তির দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় বাসিন্দারা প্রথমে পুকুরে দেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পর্ণশ্রী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

স্থানীয়দের দাবি, উদ্ধার হওয়া দেহটি এলাকারই বাসিন্দা জিকো নামে এক ব্যক্তির। তবে পুলিশের তরফে এখনো আনুষ্ঠানিকভাবে পরিচয় নিশ্চিত করা হয়নি।

ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা নাকি অন্য কোনও রহস্যজনক কারণ রয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে পর্ণশ্রী থানার পুলিশ।

স্থানীয় বাসিন্দাদের মধ্যে ইতিমধ্যেই আতঙ্ক ও কৌতূহল ছড়িয়ে পড়েছে ঘটনাকে ঘিরে।

Post a Comment

Previous Post Next Post