কালীপুজোর দিন সকালে তৃণমূলের এক নেতার ওপর প্রাণঘাতী হামলায় তীব্র চাঞ্চল্য ছড়াল বিধাননগরের দত্তাবাদ এলাকায়। আইএনটিটিইউসি-র বিধাননগর সভাপতি তথা তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নির্মল দত্তের ওপর এদিন গুলি চালায় এক দুষ্কৃতী। অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি।
সূত্রের খবর, এদিন সকালে দত্তাবাদ এলাকার ওয়ার্ড অফিসে কাজের তদারকি করতে গিয়েছিলেন নির্মলবাবু। সেই সময় হঠাৎ এক যুবক খুব কাছ থেকে তাঁকে লক্ষ্য করে টানা কয়েকটি গুলি ছোড়ে। সৌভাগ্যবশত গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। তাতে প্রাণে রক্ষা পান তৃণমূল নেতা।
ঘটনার পর নির্মল দত্ত নিজেই ওই দুষ্কৃতীকে জাপটে ধরেন বলে জানা গিয়েছে। তবে পালানোর সময় বন্দুকের বাঁট দিয়ে নির্মলবাবুর মাথায় সজোরে আঘাত করে দুষ্কৃতীটি এলাকা থেকে পালিয়ে যায়।
চিৎকার-চেঁচামেচি শুনে আশেপাশের বাসিন্দারা ছুটে আসেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিধাননগর সিটি পুলিশের একাধিক আধিকারিক। এলাকায় শুরু হয়েছে ব্যাপক তল্লাশি অভিযান।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, হামলাকারীর পরিচয় এখনও পর্যন্ত নিশ্চিত করা যায়নি। তদন্তকারীরা আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন দুষ্কৃতীকে শনাক্ত করার জন্য।