ইয়েমেন উপকূলে এলপিজি-বোঝাই জাহাজে বিস্ফোরণ, ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে উদ্ধার ২৩ ভারতীয় নৌকর্মী


আগুন ধরে যাওয়া জাহাজ থেকে উদ্ধার করা হল ২৩ জন ভারতীয় নৌকর্মীকে। ক্যামেরুনের পতাকাবাহী ওই পণ্যবাহী জাহাজটিতে ‘লিকুইড পেট্রোলিয়াম গ্যাস’ (এলপিজি) বোঝাই করে পূর্ব আফ্রিকার ডিজিবোটিতে নিয়ে যাওয়া হচ্ছিল। শনিবার জাহাজটিতে একটি বিস্ফোরণের পরে আগুন ধরে যায়। দুর্ঘটনার খবর পেয়ে জিবুটির উপকূলরক্ষী বাহিনী জাহাজ থেকে ২৩ জন ভারতীয় নৌকর্মীকে উদ্ধার করে।

‘এমভি ফ্যালকন’ নামে ওই জাহাজটিতে কী কারণে বিস্ফোরণ হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ইয়েমেনের বন্দর শহর এডেনের দক্ষিণ পূর্বে উপকূল সংলগ্ন এলাকা দিয়ে ডিজিবোটির দিকে যাচ্ছিল জাহাজটি। সেই সময়েই শনিবার মাঝসমুদ্রে আগুন ধরে যায় তাতে। দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযানে নামে জিবুটির উপকূলরক্ষী বাহিনী। ল‌োহিত সাগর এবং এডেন উপসাগরে অসামরিক জাহাজের সুরক্ষা এবং উদ্ধার অভিযানের জন্য মাঝে মধ্যেই এক বিশেষ অভিযান চালায় ওই উপকূলরক্ষী বাহিনী।

পরে উপকূলরক্ষী বাহিনীর তরফে এক বিবৃতিতে জানানো হয়, ‘এমভি ফ্যালকন’ জাহাজটিতে মোট ২৬ জন নৌকর্মী ছিলেন। তাঁদের মধ্যে ২৪ জন নৌকর্মীকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া নৌকর্মীদের মধ্যে ২৩ জন ভারতীয় এবং এক জন ইউক্রেনের নাগরিক। তাঁদের উদ্ধার করে জিবুটি উপকূলে নিয়ে যাওয়া হয়। তবে দু’জনের এখনও পর্যন্ত কোনও সন্ধান পাওয়া যায়নি।

Post a Comment

Previous Post Next Post