যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অন্তত ২০০ সিসিটিভি ক্যামেরার প্রস্তাব পুলিশের


যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তত দুশোটি সিসিটিভি ক্যামেরা বসানোর প্রস্তাব দিল কলকাতা পুলিশ। কলকাতা হাইকোর্টের নির্দেশে বুধবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, কলকাতা পুলিশ, উচ্চশিক্ষা দপ্তর, অর্থ দপ্তরের কর্তারা নবান্নে বৈঠকে বসেছিলেন।

সূত্রের খবর, সেখানেই পুলিশের তরফে অন্তত দুশো ক্যামেরার প্রস্তাব দেওয়া হয়। এ দিনের বৈঠকে অবশ্য এ নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আপাতত এই বৈঠকে সরকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানায়, দু’টি ক্যাম্পাসে (মেন ও সল্টলেক) ৭০টি সিসিটিভি ক্যামেরা বসানোর জন্য টাকার অনুমোদন (ফিনান্স অ্যাপ্রুভাল) পাওয়া গিয়েছে। পাশাপাশি ৩২ জন প্রশিক্ষিত নিরাপত্তারক্ষী নিয়োগের প্রস্তাবও আর্থিক অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের এক অভ্যন্তরীণ সূত্র জানাচ্ছে, বৈঠকে প্রো-ভাইস চ্যান্সেলর ও রেজিস্ট্রার রাজ্য সরকারের প্রতিনিধিদের কাছে দু’জন নতুন সিকিউরিটি অফিসার নিয়োগের প্রস্তাব দেন। সেই সঙ্গে ক্যাম্পাসের জলাশয়ের চারপাশে বেড়া দেওয়া, আলো বসানো ও নিরাপত্তার অন্যান্য ব্যবস্থার উন্নতিতে অতিরিক্ত অর্থের প্রয়োজন আছে বলে জানান।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় আগেই উচ্চশিক্ষা দপ্তরে দু’টি প্রস্তাব পাঠিয়েছিল। একটি ছিল ৭০টি সিসিটিভি ক্যামেরা বসানোর জন্য ৬৮ লাখ ৬২ হাজার ৬৬৩ টাকার অনুমোদন। এর মধ্যে ৫০টি ক্যামেরা মেন ক্যাম্পাসে এবং ২০টি সল্টলেক ক্যাম্পাসে বসানোর কথা বলা হয়েছিল।

অন্যটি ছিল, ৩২ জন প্রশিক্ষিত নিরাপত্তারক্ষী (৩০ জন গার্ড ও ২ জন সুপারভাইজ়ার) নিয়োগের জন্য মাসিক ৭ লক্ষ ৫১ হাজার ৪৮৮ টাকার অনুমোদন। তখন উচ্চশিক্ষা দপ্তর বিশ্ববিদ্যালয়কে জানিয়েছিল, প্রস্তাবটি এমন এক কর্তৃপক্ষের অনুমোদন–সহ পাঠাতে হবে যাঁরা এ বিষয়ে বিশেষজ্ঞ। সূত্রের খবর, এরপরে নিরাপত্তারক্ষীদের বিষয়ে প্রস্তাবটি তৈরি করে একটি বেসরকারি নিরাপত্তা সংস্থা, আর সিসিটিভি ক্যামেরার প্রস্তাব তৈরি করে দেয় ওয়েবেল।

Post a Comment

Previous Post Next Post