চার ঘণ্টা দেরিতে অস্ট্রেলিয়ায় পৌঁছোলেন রোহিত-কোহলিরা, সিরিজ়‌ শুরুর আগেই ঝামেলা পোহাতে হল ভারতীয় দলকে


অস্ট্রেলিয়ায় সিরিজ় শুরুর আগেই সমস্যায় পড়ল ভারতীয় দল। চার ঘণ্টা দেরিতে সে দেশে পৌঁছোল ভারতীয় দলের একাংশ। বৃহস্পতিবার ভোর রাতে প্রথম দল পৌঁছেছে পার্‌থে। হোটেলে গিয়ে সটান নিজেদের ঘরে চলে গিয়েছেন ক্রিকেটারেরা। সকলকেই ক্লান্ত এবং বিধ্বস্ত দেখিয়েছে।

দিল্লি থেকে ১৫ অক্টোবর সকাল ৯টার বিমানে সিঙ্গাপুর যাওয়ার কথা ছিল ভারতীয় দলের। সেখান থেকে পার্‌থের বিমান ধরার কথা ছিল। সব ঠিকঠাক থাকলে বুধবার রাতের মধ্যেই পার্‌থে পৌঁছে যাওয়ার কথা ছিল ভারতের। তা হয়নি। দিল্লি থেকে বিমানই ছেড়েছে প্রায় চার ঘণ্টা দেরিতে, দুপুর পৌনে ১টা নাগাদ। স্বাভাবিক ভাবেই সিঙ্গাপুর থেকে নির্ধারিত বিমান ধরতে পারেনি ভারতীয় দল।

সিঙ্গাপুর থেকে পরের বিমানে কোহলিরা পৌঁছোন পার্‌থে। হোটেলে ঢোকেন ভোর প্রায় ৪টে নাগাদ। টিম বাস থেকে প্রথমেই নেমে আসেন রোহিত। তার পর কোহলি, শ্রেয়স আয়ার, শুভমন গিল, কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল, অর্শদীপ সিংহ, হর্ষিত রানারা একে একে নেমে হোটেলে ঢুকে যান।

অত ভোরেও ভারতীয় ক্রিকেটারদের স্বাগত জানাতে হোটেলে হাজির হয়েছিলেন বেশ কিছু সমর্থক। ক্রিকেটারেরা এতটাই ক্লান্ত ছিলেন যে সমর্থকদের সঙ্গে ছবিও তোলেননি। রোহিত, কোহলিকে নিয়েই উৎসাহ ছিল বেশি। এক সমর্থক হাজির হয়েছিলেন দু’জনের ছবি দিয়ে বাঁধানো একটি ফ্রেম নিয়ে। তিনি রোহিত, কোহলির হাতে তুলে দিতে চেয়েও পারেননি। বেশ মুষড়ে পড়তে দেখা গিয়েছে তাঁকে। আশা করছেন, সিরিজ়‌ের মাঝে সেই ছবি তুলে দেবেন।

ভারতীয় দলকে ঘিরে কড়া নিরাপত্তাও দেখা গিয়েছে। বিমানবন্দরে প্রচুর পুলিশ হাজির ছিল। কোহলিদের নাগাল পাওয়া যায়নি। হোটেলেও এত নিরাপত্তারক্ষী ছিলেন যে, সমর্থকেরা ক্রিকেটারদের ধারেকাছে যেতে পারেননি।

Post a Comment

Previous Post Next Post