শমীকের পছন্দকে প্রাধান্য দিয়ে চূড়ান্ত তালিকা! নভেম্বরেই বিজেপির নয়া কমিটি ঘোষণা


ছাব্বিশের যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে বঙ্গ বিজেপির নয়া কমিটি প্রায় চূড়ান্ত। পদাধিকারী কারা হতে চলেছে, কাদেরই বা ডানা ছাঁটা হচ্ছে, সেই নামও চূড়ান্ত হয়ে গিয়েছে। সূত্রের খবর, তাতে প্রাধান্য পেয়েছে বর্তমান রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের পছন্দই। নভেম্বরের শুরুতে বঙ্গ বিজেপির নতুন কমিটি ঘোষণা হবে বলে জানিয়েছেন শমীক ভট্টাচার্য। তবে রাজ্য সভাপতি হওয়ার পর নতুন কমিটি গঠনে এত দেরি হওয়া নিয়ে শমীককে নিয়ে কিছুটা সমালোচনা শুরু হয়েছে।
প্রায় চারমাসের টানাপোড়েনের পর অবশেষে চূড়ান্ত হয়েছে বঙ্গ বিজেপির নতুন রাজ্য কমিটি। দলের অন্দরে মতান্তর সরিয়ে বর্তমান রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যর পছন্দ, মতামতকেই গুরুত্ব দেওয়া হয়েছে বলে খবর। জানা গিয়েছে, কে কে বাদ যাবেন, কে কে নতুন আসবেন, তা নিয়ে বিস্তর আলোচনা চলেছে। বিদায়ী কমিটিতে ‘বিতর্কিত’ হয়ে ওঠা অনেকেই চেষ্টা করেছিলেন নিজেদের দাপট অব্যাহত রাখার। তাঁদেরও রেখে দেওয়ার চেষ্টা হয়েছে। কিন্তু নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যর ‘জেদ’ তাঁদের পথের কাঁটা হয়ে দাঁড়ায়। আর শেষপর্যন্ত বঙ্গ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব নতুন সভাপতির মতামতকেই প্রধান্য দিয়েছেন। ফলে পদ খোয়াতে হচ্ছে অনেককেই।
সূত্রের খবর, আরএসএসও এবার শমীকের মতামতকে গুরুত্ব দিয়েছে। জানা গিয়েছে, ‌মহিলা মোর্চা, যুব মোর্চা-সহ বহু মোর্চা সভাপতি বদল হচ্ছে। পুরনো সাংসদ-নেত্রী আবার মহিলা মোর্চার দায়িত্ব নিতে পারেন। সাধারণ সম্পাদক পদে তিনজন বাদ পড়ছেন বলে দলীয় সূত্রে খবর। পুরনো-নতুন এক সমন্বয় করার চেষ্টা হয়েছে কমিটিতে। তবে নতুন সভাপতির ঘনিষ্ঠ হয়ে কেউ কেউ সুবিধা আদায়ের চেষ্টা করলেও তা কতটা সফল হবে, সেটা কমিটি ঘোষণার পরই স্পষ্ট হবে।


Post a Comment

Previous Post Next Post