মাসাইমারা যাওয়ার পথে কেনিয়ায় ভেঙে পড়ল বিমান! সওয়ার ১২ জনেরই মৃত্যুর আশঙ্কা


মঙ্গলবার সকালে (স্থানীয় সময়) কেনিয়ায় ভেঙে পড়ল একটি ছোট বিমান। তাতে সওয়ার ১২ জনের মৃত্যুর আশঙ্কা। দেশের অসামরিক বিমান মন্ত্রক এই দুর্ঘটনার খবর জানিয়েছে। বিমানটি মাসাইমারা যাচ্ছিল। সূত্রের খবর, বিমানে যাঁরা ছিলেন, তাঁদের বেশির ভাগই পর্যটক।

কেনিয়ার সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, কেনিয়ার দিয়ানি থেকে মাসাইমারার কিচওয়া টেম্বো যাচ্ছিল বিমানটি। স্থানীয় সময় সকাল সাড়ে ৫টা নাগাদ সেটি কোয়ালে কাউন্টির সিম্বা গোলিনিতে ভেঙে পড়ে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ উদ্ধারকাজে নামে। বেশ কিছু ভিডিয়ো প্রকাশ্যে এসেছে (আনন্দবাজার ডট কম তার সত্যতা যাচাই করেনি)। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, বিমানটি থেকে ধোঁয়া বার হচ্ছে। তার অংশ ভেঙে চারদিকে ছড়িয়ে পড়ে রয়েছে।

কী ভাবে বিমানটির ভেঙে পড়েছে, তা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। তবে কেনিয়ার অসামরিক বিমান মন্ত্রক কর্তাদের প্রাথমিক অনুমান, দৃশ্যমানতা কম থাকায় এই বিপত্তি ঘটেছে। আবহাওয়াও ভাল ছিল না। যে সংস্থার বিমান ভেঙে পড়েছে, তারা কেনিয়া জুড়ে বিভিন্ন পর্যটনস্থল, যেমন মাসাইমারা, নায়রোবিতে পরিষেবা দেয়। দুর্ঘটনাগ্রস্ত বিমানটিও পর্যটকদের নিয়ে মাসাইমারা যাচ্ছিল বলে খবর।

Post a Comment

Previous Post Next Post