বিনোদুনিয়ায় আছড়ে পড়ছে একের পর এক দুঃসংবাদ। গত দেড় সপ্তাহে একের পর এক তারকা মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। গোবর্ধন আসরানি থেকে পঙ্কজ ধীর, সতীশ শাহ-র আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ টিনসেলটাউন। এর মাঝেই 'পবিত্র রিস্তা' খ্যাত অভিনেত্রী প্রার্থনা বহেরে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন সড়ক দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন তাঁর বাবা। এই খবরে মারাঠি অভিনেত্রী প্রার্থনার সমব্যথী তাঁর ভক্তরাও। ছটপুজোর দিন মারাঠি সিনেদুনিয়ায় ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পুনের নিজের ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় উদ্ধার মারাঠি অভিনেতা সচিন চাঁদওয়াদের নিথর দেহ।
জনপ্রিয় হিন্দি সিরিজ জামতারা ২-এ অভিনয় করা মারাঠি অভিনেতা সচিন চাঁদওয়াদে আত্মহত্যা করেছেন বলেই সূত্রের খবর। মাত্র ২৫ বছর বয়সে তিনি পুনের নিজের ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হন। মুক্তির অপেক্ষায় সচিনের আসন্ন ছবি অসুরবান। নিজের ছবি মুক্তি পাওয়ার আগেই মাত্র ২৫ বছরে থমকে গেল তরু তুর্কির পথ চলা। অধরা রয়ে গেল তাঁর জীবনের স্বপ্ন। মারাঠি অভিনেতা সচিন চাঁদওয়াদের মৃত্যুর খবরে ভাষা হারিয়েছে তাঁর অনুগামী থেকে সতীর্থ।
মিডিয়া রিপোর্ট মোতাবেক, পরিবারের সদস্যরা তাঁকে সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং সঙ্গে সঙ্গে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যান। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ধুলে-র এক হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু, শেষ রক্ষা হল না। গত ২৪ অক্টোবর রাত প্রায় ১টা ৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।