হাতকড়া পরিয়ে ভারতীয়দের দেশে ফেরত পাঠালো ট্রাম্প, ফের অমানবিক মার্কিন প্রেসিডেন্ট


হোয়াইট হাউসে ফেরার পর থেকেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই ধারাবাহিকতায় এবার আরও একদল ভারতীয়কে দেশে ফেরত পাঠিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার রাতে দিল্লি বিমানবন্দরে পৌঁছায় অভিবাসীদের নিয়ে আসা বিশেষ বিমান। জানা গেছে, মোট ৩৫ জনকে ফিরিয়ে আনা হয়েছে, যাদের মধ্যে ১৬ জন কর্ণাল, ১৪ জন কৈথাল এবং ৫ জন কুরুক্ষেত্র জেলার বাসিন্দা। এর আগেও মার্কিন প্রশাসন ভারতীয় নাগরিকদের হাতকড়া পরিয়ে ফেরত পাঠানোর ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছিল। উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতির আওতায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Post a Comment

Previous Post Next Post