পুরুলিয়ায় স্বাস্থ্য পরিষেবা নিয়ে ক্ষোভের বহিঃপ্রকাশ বার বার ঘটেছে। রোগীদের আত্মীয়স্বজন তো রয়েছেনই, সম্প্রতি এই সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্নরাও হাসপাতালের পরিকাঠামো নিয়ে সরব হন।
মেডিক্যাল কলেজের দু’টি ক্যাম্পাস নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করে তাঁরা সদর হাসপাতাল ক্যাম্পাস থেকে গুরুত্বপূর্ণ যাবতীয় বিভাগকে হাতুয়াড়াতে মেডিক্যাল কলেজের প্রধান ক্যাম্পাসে নিয়ে যাওয়ার জন্য কর্মবিরতি পর্যন্ত শুরু করেছিলেন।
অবিলম্বে এই বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা বলে আপাতত ইন্টার্নদের কাজে ফেরাতে পেরেছেন কর্তৃপক্ষ। বর্তমানে হাতুয়াড়া ক্যাম্পাসে মূলত ডাক্তারি পড়ানো হয়। আউটডোর, অস্ত্রোপচার, চোখের চিকিৎসা ছাড়া বাকি সবই হয় এখান থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে হাসপাতালের সদর ক্যাম্পাসে।
শয্যাসংখ্যা বাড়ানোর বিষয়ে হাসপাতালের এমএসভিপি সুকোমল বিষয়ী রবিবার বলেন, ‘প্রয়োজনীয় অনুমোদন পাওয়া গিয়েছে। হাসপাতালের সদর ক্যাম্পাসে স্ত্রীরোগ, প্রসূতি এবং শিশুদের চিকেৎসার বিভাগ থেকে যাবে। বাকি সব চলে যাবে মেডিক্যাল কলেজের হাতুয়াড়া ক্যাম্পাসে।