বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ, উৎসবের সপ্তাহের জন্য সুখবর দিল আবহাওয়া দপ্তর


পূর্বাভাস আগেই দেওয়া ছিল। সেই মতোই কালীপুজোর দিন সকাল থেকেই মেঘ কেটে গিয়ে ঝলমলে আকাশ ও রোদের দেখা মিলেছে। আজ কালীপুজোয় বাংলার কোথাও উল্লেখযোগ্যভাবে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। অর্থাৎ, কালীপুজো যে বৃষ্টিহীন কাটবে সে কথা বলাই যায়।

আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, আজ সকালের দিকে গাঙ্গেয় বঙ্গের সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে সকালের দিকে হালকা বৃষ্টি হতে পারে। তবে বেলা বাড়লেই কমে যাবে বৃষ্টির সম্ভাবনা। তবে রাজ্যের অন্যত্র বৃষ্টি হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। শুধু কালীপুজোই নয়। বৃহস্পতিবার অর্থাৎ ভাইফোঁটার দিন পর্যন্ত বাংলার কোথাও তেমন বৃষ্টির সম্ভাবনা নেই।

তবে বঙ্গে ফের হাওয়া বদল হবে ভাইফোঁটার পরেই। ২৪ অক্টোবর, শুক্রবার আন্দামান সাগরে ইন্দিরা পয়েন্টের কাছে তৈরি হবে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত শক্তি সঞ্চয় করে ২৭ অক্টোবর নাগাদ তামিলনাড়ু উপকূলের কাছে আসবে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই ঘূর্ণাবর্তের ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা প্রবল। ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে মান্থা। মান্থার দু'টি সম্ভাব্য গতিপথ হতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। তাঁদের মতে ঘূর্ণিঝড়টি তামিলনাড়ুর কাছে পুদুচেরি উপকূলে অথবা ওডিশা উপকূলে ল্যান্ডফল করতে পারে। আগামী ২৪ অক্টোবর, শুক্রবার এই ঘূর্ণাবর্তের বিষয়ে বিস্তারিত তথ্য আবহাওয়া দপ্তরের তরফে জানানো হতে পারে।

Post a Comment

Previous Post Next Post