দূষণ থেকে বাঁচতে দিল্লির শেষ ভরসা কৃত্রিম বৃষ্টি


দিওয়ালির পরে পেরিয়ে গিয়েছে গোটা একটা সপ্তাহ। কিন্তু দেশের রাজধানীর বাতাসে এখনও ভারী বাদামি পর্দার মতো ঝুলে রয়েছে ভাসমান কণার স্তর। দিওয়ালির সময়ে দিল্লি ও সংলগ্ন এলাকায় যে ভয়াবহ আতশবাজি ও পটকা ফাটানো হয়েছে, তারই প্রভাব। রোজ পূবালী বাতাস বইবে না, তাই সহজে সেই জমে থাকা দূষণের পর্দা সরানোও যাবে না।
এ দিকে দিল্লিতে শ্বাস–প্রশ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ছে। এই পরিস্থিতিতে রাজধানীকে একটু অক্সিজেন দিতে ‘শেষ অস্ত্র’ প্রয়োগ করতে চলেছে দিল্লি প্রশাসন। ‘কৃত্রিম বৃষ্টি’ বা ‘ক্লাউড সিডিং’। প্লেন বা ড্রোনের মাধ্যমে দিল্লির উপর মেঘের স্তরে ছড়িয়ে দেওয়া হবে ‘বৃষ্টির বীজ’। অঝোরে বৃষ্টি নামলে সেই জলধারাতেই ধুয়ে যাবে যাবতীয় দূষিত কণা — এমনটাই পরিকল্পনা।

খোদার উপর খোদকারি করে প্রযুক্তির সাহায্যে বহুদিন বৃষ্টি না পাওয়া এলাকায় বারিধারা নামানোর কৌশল ভারতে একাধিক বার কাজে এসেছে। মহারাষ্ট্রের মারাঠওয়াড়া অঞ্চলে দীর্ঘদিন অনাবৃষ্টি এবং খরার পরে ওই এলাকায় ‘ক্লাউড সিডিং’ করার সিদ্ধান্ত নেওয়া হয়। কৃত্রিম পদ্ধতি অবলম্বনে আকাশ ভেঙে বৃষ্টি নেমেছিল মারাঠওয়াড়াতে।

ভারত ছাড়াও চিন, ইজ়রায়েল এবং সংযুক্ত আরব আমিরশাহির বিভিন্ন এলাকায় কৃত্রিম ভাবে বৃষ্টি নামানোর নজির রয়েছে। কিন্তু সে সব উদাহরণই অনাবৃষ্টির প্রভাব কাটানোর জন্য। রাজধানীতে এ বার যে কৃত্রিম বৃষ্টির পরিকল্পনা করা হয়েছে, সেটা দূষণ থেকে বাঁচার জন্য। প্রশাসন জানিয়েছে, সব কিছু ‘পরিকল্পনা মতো’ চললে আগামী বুধবার, অর্থাৎ ২৯ অক্টোবর এই প্রযুক্তি প্রয়োগ করা হবে।



Post a Comment

Previous Post Next Post