মর্মান্তিক দুর্ঘটনার মাসপূর্তি, বিলাসবহুল রিসর্টে প্রিয়জনহারা পরিবারগুলির সঙ্গে বৈঠক বিজয়ের


তামিলনাড়ুর কারুরে মর্মান্তিক দুর্ঘটনার এক মাস পার। TVK চিফ বিজয়ের সমাবেশে যোগ দিতে এসে পদপিষ্ট হয়ে ৪১ জনের মর্মান্তিক মৃত্যু ঘটে। আহত হন ৫০ জনেরও বেশি। প্রিয়জনহারা পরিবারগুলোর সঙ্গে মামালাপূরমের এক প্রাইভেট হোটেলে সোমবার দেখা করবেন বিজয়। এই পুরো বৈঠকটিই হবে রুদ্ধদ্বার। শুধু মাত্র TVK-এর সদস্যদেরই সেখানে থাকার অনুমতি রয়েছে। কোনও সংবাদমাধ্যম কর্মীকেও সেখানে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

সূত্রের খবর, TVK ওই হোটেলে শোকগ্রস্থ পরিবারগুলির জন্যে প্রায় ৫০টি রুম বুক করেছে। যাতে প্রত্যেক পরিবার ব্যক্তিগত ভাবে অভিনেতা-রাজনীতিবিদ বিজয়ের সঙ্গে কথা বলতে পারেন। কারুরের ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩৭ পরিবারের লোকজন ও আহত-সহ প্রায় কমবেশি ২০০ জন এ দিন ওই হোটেলে উপস্থিত হয়েছেন বলে জানান গিয়েছে। তবে তিনি নিজে কারুরে না গিয়ে কেন মৃতদের পরিবারের লোকজনকে মামালাপূরমে ডেকেছেন বিজয়, সেই নিয়েও অনেকে তুলেছেন প্রশ্ন। দলীয় সূত্রে খবর, যে কোনও রকম বিশৃঙ্খলা এড়াতেই হোটেল বুক করে রুদ্ধদ্বার বৈঠকের সিদ্ধান্ত বিজয়ের।

উল্লেখ্য, দীপাবলির আগে, TVK করুরে দলের কল্যাণ সমাবেশেই জানিয়েছিলেন ইতিমধ্যেই আর্থিক সহায়তার ২০ লক্ষ টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে।

Post a Comment

Previous Post Next Post