বালিপাচার তদন্তে আসানসোল সহ রাজ্যের ৭ জায়গায় সকাল থেকেই চলছে ইডি তল্লাশি। কলকাতা, ঝাড়গ্রাম, আসানসোল সহ একাধিক স্থানে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে অভিযান ইডির। গত মাসে বালি ব্যাবসায়ী সৌরভ রায়ের একাধিক সংস্থায় হানা দেয় ইডি। বেশ কিছু নথি উদ্ধার হয়। সেই সূত্র ধরেই আজকের এই অভিযান। সকাল ৬টা থেকে বেন্টিক স্ট্রিটের এক বালু ব্যবসায়ীর অফিসের সামনে ইডি আধিকারিকরা।