বেহাল তারাতলা রোড সারানোর দাবিতে বিশেষভাবে সক্ষমদের রাস্তা অবরোধ


বেহাল তারাতলা রোড সারানোর দাবিতে রাস্তা অবরোধ করলেন বিশেষভাবে সক্ষমরা। গত কয়েক মাস ধরে চলাচলের অযোগ্য হয়ে রয়েছে তারাতলা রোড। রাস্তার পাশেই একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি সংস্থার কার্যালয়। রয়েছে বিশেষভাবে সক্ষমদের প্রতিষ্ঠান ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সেরিব্রাল পালসি’–র কার্যালয়ও। রাস্তা সারাইয়ের জন্য বারবার আবেদন জানিয়েও কোনও সুরাহা না মেলায় মঙ্গলবার দুপুরে তারাতলা রোড অবরোধ করে প্রতিবাদ জানান বিশেষভাবে সক্ষম ভুক্তভোগী এবং তাঁদের সহযোগীরা। সব মিলিয়ে শ’পাঁচেক মানুষ অংশ নেন এই প্রতিবাদ কর্মসূচিতে।

তারাতলা রোড দক্ষিণ ২৪ পরগনা জেলার বিস্তীর্ণ এলাকার সঙ্গে কলকাতার যোগাযোগ রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রাস্তা। জন পরিবহণ এবং পণ্য পরিবহণ উভয় ক্ষেত্রেই এই রাস্তার গুরুত্ব রয়েছে। অভিযোগ, বৃষ্টি থামতেই বেহাল দশার জন্য রাস্তার চারদিক ধুলোয় ঢেকে যায়। রাস্তার পাশে জমে থাকে জল। এ সব কারণে বিশেষভাবে সক্ষমদের প্রতিষ্ঠানে আসতেও অসুবিধা হয়। কেউ কেউ এলে ধুলোর জন্য তাঁদের শ্বাসকষ্ট হয়। সংস্থার তরফে জানানো হয়, একাধিকবার রাস্তার বেহাল দশা নিয়ে, পুরসভা ও বন্দর কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সুরাহা হয়নি কিছুই।

কলকাতা পুরসভার সড়ক বিভাগের তরফে জানানো হয়, তারাতলা রোড শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর (কলকাতা পোর্ট ট্রাস্ট) –এর আওতাধীন। সংশ্লিষ্ট সংস্থা ওই রাস্তার সংস্কার এবং রক্ষণাবেক্ষণের কাজ করে থাকে। কলকাতা বন্দরের এক শীর্ষ আধিকারিক জানান, তারাতলা রোডে সিইএসসি ট্রান্সফর্মার স্টেশনের সামনে থেকে রাস্তা মেরামতের কাজ চলছে । পেভার ব্লক বসানোর কাজও শুরু হয়েছে। ৬ কিলোমিটার দীর্ঘ এই রাস্তা মেরামতে খরচ হবে ২৫ লক্ষ টাকা।

Post a Comment

Previous Post Next Post