২ দিনেই বর্ষা বিদায়, নামবে পারদ! বঙ্গে জাঁকিয়ে শীতের দেখা মিলবে কবে?


বৃষ্টির আর কোনও লক্ষণ নেই। বাংলায় হাওয়া বদলের বড় ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী দু’দিনের মধ্যেই গোটা দেশ থেকে বর্ষা বিদায় নেবে। এমনই মনে করছেন আবহাওয়াবিদরা। ক্রমে পূবালী ও দক্ষিণ পূর্বের বাতাস প্রভাব বিস্তার করবে দক্ষিণ ভারতের উপর। উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর প্রভাব দেখা যাবে। হাওয়া অফিস জানাচ্ছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এছাড়াও দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকার উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে।
নিম্নচাপের অতি ভারী বৃষ্টিতে বিধ্বস্ত পরিস্থিতি দেখা দিয়েছে উত্তরবঙ্গে। অক্টোবরের প্রথম সপ্তাহেও রাজ্যে বৃষ্টি চলছিল। বর্ষার বিদায় কবে হবে? সেটাই ছিল প্রশ্ন। শেষপর্যন্ত হাওয়া অফিস জানিয়ে দেয়, বাংলা থেকেও বর্ষা বিদায় নিতে শুরু করেছে। বর্ষা বিদায়ের পর ক্রমশ শুষ্ক আবহাওয়া দেখা দিচ্ছে বাংলায়। রাতের দিকে ইতিমধ্যেই জেলাগুলিতে শিরশিরানি অনুভব দেখা দিয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে, রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম থাকবে।

Post a Comment

Previous Post Next Post