মালদার সুজাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ভস্মীভূত হয়ে গেল পরপর চারটি প্লাস্টিকের গোডাউন। ভয়াবহ এই বিপর্যয়ে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি। মঙ্গলবার গভীর রাতে মাবদার কালিয়াচক থানার সুজাপুর ডাঙ্গা এলাকায় অগ্নিকাণ্ডে পুড়ে যায় একাধিক প্লাস্টিকের গোডাউন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল গভীর রাতে আগুন দেখতে পেয়ে বাসিন্দারা তৎক্ষণাৎ খবর দেন ইংরেজবাজার দমকল দপ্তরে। খবর পেয়ে ইংরেজবাজার থেকে চারটি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, তা নিয়ন্ত্রণে আনতে সকাল পর্যন্ত সময় লেগে যায়।
সুজাপুরে প্লাস্টিক রিসাইকেল শিল্প, জেলার অন্যতম বড় কেন্দ্র। প্রতিদিন এখানে প্রায় ২০ হাজার শ্রমিক কাজ করতে আসেন। স্থানীয়দের দাবি, আগুনে চারটি বড় প্লাস্টিক গোডাউন সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে এবং কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই বড়সড় অগ্নিকাণ্ডের নেপথ্য কারণ সম্পর্কে বিশদে কিছু জানাতে চায়নি দমকল দফতরও। তবে এই অগ্নিকাণ্ডের পিছনে অন্তর্ঘাতেরও আশঙ্কা করছেন কেউ কেউ। ঘটনার তদন্তে নেমেছে কালিয়াচক থানার পুলিশ।