মালদার সুজাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৪টি প্লাস্টিকের গোডাউন


মালদার সুজাপুর ডাঙ্গা এলাকার প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন। পুড়ে ছাই চারটি প্লাস্টিক কারখানার গোডাউন। মঙ্গলবার গভীর রাতে আগুন লাগে। তবে হতাহতের কোনও খবর এখনও পর্যন্ত মেলেনি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন ও কালিয়াচক থানার পুলিশ। দীর্ঘ চেষ্টার পরে আপাতত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। একই সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে কোথাও পকেট ফায়ার রয়েছে কি না।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, অগ্নিকাণ্ডের ঘটনা প্রথম নজরে আসে স্থানীয়দের। তাঁরাই খবর দেন ইংরেজবাজার দমকল কেন্দ্রে। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, তা নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীদের বুধবার সকাল পর্যন্ত সময় লেগে যায়। ঠিক কি কারণে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে কালিয়াচক থানার পুলিশ এবং দমকল বাহিনী।

Post a Comment

Previous Post Next Post