হেমন্তেও মেঘের কোপ, শনি-রবি ৬ জেলায় বৃষ্টির পূর্বাভাস


হেমন্তের মনোরম আবহাওয়ার সুখ চুরি করতে পারে মেঘলা আকাশ। ফের বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ। শনি এবং রবি অর্থাৎ সপ্তাহান্তে উত্তর ও দক্ষিণবঙ্গে রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস। সঙ্গে রয়েছে বজ্রপাতের আশঙ্কা। উপকূলের জেলাগুলিতে বইতে পারে ঝোড়ো হাওয়া।

কোন কোন জেলায়, কবে বৃষ্টি?

আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকতে পারে। একই সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার পরোক্ষ প্রভাব পড়তে পারে। আর এই জোড়া কারণে শনি এবং রবিবার উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও থাকবে। এই দু’দিন কলকাতার আকাশও থাকবে আংশিক মেঘলা। অন্যান্য জেলাগুলির আবহাওয়া থাকবে শুষ্ক। আগামী এক সপ্তাহে পরিস্থিতির খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই।

Post a Comment

Previous Post Next Post