বিপর্যয় মোকাবিলা তহবিলে বইয়ের রয়্যালটি থেকে ৫ লাখ টাকা দান মুখ্যমন্ত্রীর, মন্ত্রীরা দিলেন ১ লাখ করে


রাজ্যের বিপর্যয় মোকাবিলা তহবিলে নিজের থেকে ৫ লক্ষ দান করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তাঁর মন্ত্রিসভার সদস্যরাও ১ লক্ষ টাকা করে দান করছেন। বুধবার, দার্জিলিং-এ পর্যালোচনা বৈঠক থেকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ের খতিয়ান তুলে ধরেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্র টাকা না দিলেও আমরা আমাদের কাজ করে যাচ্ছি। এক্ষেত্রে যদি কেউ সাহায্য করতে চান, সেজন্য সরকারের তরফে ডিজাস্টার রিলিফ ফান্ড চালু করা হয়েছে। ওয়েস্টবেঙ্গল স্টেট ডিজাস্টার ম্যানজেমেন্ট অথরিটির নামে এই ফান্ড চালু করা হয়েছে। চাইলে সরাসরি যে কেউ এই ফান্ডে সাহায্য করতে পারেন।

এর পরেই রাজ্যের প্রশাসনিক প্রধান জানান, রাজ্যের সব মন্ত্রী এক লক্ষ টাকা করে দান করবেন বলে ইচ্ছে প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী নিজেও বৈঠক থেকে ৫ লক্ষ টাকার চেক তুলে দেন প্রশাসনের হাতে। তাঁর কথায়, আগে ছবি আঁকার টাকা থেকে তিনি ১ কোটি টাকা দান করেছিলেন। কিন্তু এখন তাঁর কাছে শুধু তাঁর বই বিক্রির রয়্যালটি আছে। সেইথেকে ৫ লক্ষ টাকা দান করেন মমতা।

মুখ্যমন্ত্রীর জানান, ধসে ভেঙেছে দুধিয়া ব্রিজ, ৭ দিনের মধ্যে সেখানেই একটি অস্থায়ী ব্রিজ তৈরি করে দেওয়া হচ্ছে। তিনি বলেন, “মিরিকে যেদিকটায় গিয়েছিলাম, দুধিয়া ব্রিজের কাছে, দেখলাম, একটা পায়ে হাঁটার ব্রিজ তৈরি করা হয়েছে, আরেকটা অস্থায়ী ব্রিজ তৈরি করা হচ্ছে সাত দিনের মধ্যে। তাছাড়া পাকা ব্রিজও তৈরি হচ্ছে।” দার্জিলিঙে চারটি ব্লক, ৯ টি পুরসভায় ৭০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। দ্রুত উদ্ধারকাজ করার জন্য উদ্ধারকারীদল, পুলিশ, স্থানীয়দের কুর্নিশ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

তাঁর কথায়, “আইসি, এসপি-রা যেভাবে কাজ করেছেন, তার তুলনা নেই। প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলা করার জন্য পরদিন ভোর থেকে ফিল্ডে রয়েছেন।” মমতা বলেন, “আমাদের সিভিল ডিফেন্স অ্যাক্টিভ হয়ে গিয়েছে, আরও এমন অ্যাক্টিভ করে তুলব যে তাঁরা সবাইকে পাল্লা দিতে পারে। কুইক রেসপন্স টিম, তাঁরা ভীষণ ভাল কাজ করেছে।”

Post a Comment

Previous Post Next Post