কালীপুজোর উৎসব আবহে মেট্রোর পরিষেবার সময়সীমায় বদল! শেষ মেট্রো কখন? জানিয়ে দিল কর্তৃপক্ষ


কলকাতা: কালীপুজোর রাতে মেট্রোর সময়সীমা বদল। সোমবার গ্রিন লাইনে মেট্রোর টাইম টেবিলে পরিবর্তন। সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ, এসপ্ল্যানেড হয়ে হাওড়া ময়দান পর্যন্ত এই সেকশনে কালীপুজোর দিন প্রথম মেট্রোর সময়সীমায় বদল আনা হয়েছে। শহর জুড়ে কালীপুজোর উৎসব মানেই প্যান্ডেল হপিং, কালী মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড়। আগামী ২০ অক্টোবর, সোমবার কালীপুজোর রাতে মেট্রোর সময়সূচি বাড়ানো হচ্ছে। কোনও কোনও লাইনে অবশ্য দেরিতে চলবে মেট্রো, ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সাধারণত রাতে নির্দিষ্ট সময়ের পর বন্ধ হয়ে যায় মেট্রো পরিষেবা। Kolkata Metro-র ব্লু লাইনে দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন অব্দি শেষ ট্রেন ছাড়ার সময় পিছিয়ে দেওয়া হয়েছে।

দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম শেষ ট্রেন রাত ১০টা ৫১ মিনিটে (সাধারণ সময় রাত ৯টা ২৮-এর বদলে)। শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর শেষ ট্রেন রাত ১১টা (সাধারণ সময় রাত ৯টা ৩৩-এর বদলে)।

সকাল ৬টা ৫০-এর বদলে নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টা ৫৪ মিনিটে। সকাল ৬টা ৫৪-এর বদলে শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে দক্ষিণেশ্বর যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টায়। সকাল ৬টা ৫৫-এর বদলে মহানায়ক উত্তম কুমার স্টেশন থেকে দক্ষিণেশ্বর যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টায়। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম যাওয়ার প্রথম মেট্রো সকাল ৬টা ৫৫-এর বদলে ছাড়বে সকাল ৮টায়।

পুজোর রাতে মোট ১৪৪টি মেট্রো পরিষেবা (দুই দিক মিলিয়ে ৭২টি করে) চালানো হবে। যদিও সাধারণ সপ্তাহের দিনের তুলনায় পরিষেবা কিছুটা কম থাকবে, তবে রাতের জন্য বিশেষভাবে এই সময়সূচি তৈরি করা হয়েছে যাতে ভিড় নিয়ন্ত্রণ ও যাত্রী সুরক্ষা নিশ্চিত করা যায়। সোমবার আপ-ডাউন মিলিয়ে ২২৬টি মেট্রো চলে গ্রিন লাইনে। এই সোমবার ১২০টি মেট্রো চলবে। আপে ৬০টি, ডাউনে ৬০টি। 

এছাড়া কালীঘাট মন্দির ও দক্ষিণেশ্বর মন্দির এই দুই ধর্মীয় কেন্দ্রকে কেন্দ্র করে যেহেতু সর্বাধিক ভিড় হয়, তাই এই স্টেশনগুলিতে অতিরিক্ত কর্মী ও নিরাপত্তারক্ষী মোতায়েন করা হবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।



Post a Comment

Previous Post Next Post