অতীতে মাকেও ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছিল, এবার আলমারি থেকে মেয়েকে ! ছাত্রীর রহস্যমৃত্যুতে উত্তপ্ত ভবানীপুর


কলকাতা:  ছাত্রীর রহস্যমৃত্যু ঘিরে উত্তপ্ত ভবানীপুরের বিদ্যাসাগর কলোনি। মৃতের পরিবারের ওপর চড়াও হয়েছে এলাকাবাসীদের একাংশ। ছাত্রীর (সৎ মা) মা-বাবার বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ স্থানীয়দের। 'সন্তানের ওপর অত্যাচার চালাতেন (সৎ মা) মা ও বাবা। এদিকে গতকাল মেয়ের মৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসতেই প্রতিবেশীদের হুমকিও দিয়েছেন সৎ মা ও মৃতার বাবা, বলে অভিযোগ প্রতিবেশীদের। 
গতকাল মূলত বাড়ির আলমারি থেকে উদ্ধার হয় ছাত্রীর ঝুলন্ত দেহ। বাড়িতে ছাত্রীর ওপর অত্যাচার চলত, অভিযোগ প্রতিবেশীদের। আজ ছাত্রীর মা-বাবার ওপর চড়াও এলাকাবাসীরা।এলাকাবাসীর অভিযোগ , এর আগেও ওই পরিবারের সঙ্গে এই ধরণের ঘটনা হয়েছিল। ওই ছাত্রীর মায়েরও  মৃত্যু হয় কয়েক বছর আগেই। তিনি যখন মারা যান, সেই সময় তাঁকেও (বাচ্চাটির জন্মদাত্রী মা) ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল। তখন থেকেই প্রতিবেশীদের ক্ষোভ ছিল। কিন্তু তখন অভিযোগ জানিয়েও তেমন কিছু ফল মেলেনি। আর এবার মায়ের পর মেয়ের রহস্যমৃত্যুর ঘটনা ঘিরে নতুন মোড় নিল। বিদ্যাসাগর কলোনির একাংশের অভিযোগ, বাচ্চাটির উপর পরিবারের লোক এতটাই মানসিক ও শারীরিকভাবে চাপ সৃষ্টি করতেন, সেই কারণেও বাচ্চাটির মৃত্যু হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করেছেন তাঁরা।

Post a Comment

Previous Post Next Post