ফের রাজ্যে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ অভিযুক্ত


গণধর্ষণের অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করল ময়নাগুড়ি থানার পুলিশ। ধৃতদের নাম গৌরাঙ্গ রায়, বিষ্ণু রায় ও পিন্টু রায়। স্থানীয় এক মহিলা রবিবার রাতে ময়নাগুড়ি থানায় এই তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ ছিল, শুক্রবার রাতে জোর করে তাঁর বাড়িতে ঢুকেছিলেন ওই তিন জন। তারা তাঁকে গণধর্ষণ করে বলে অভিযোগ। মহিলার আরও অভিযোগ, তাঁকে মুখ বন্ধ রাখার জন্য হুমকি দেওয়া হয়। অবশেষে ঘটনার দু’দিন পরে তিনি থানায় গিয়ে অভিযোগ জানান। তাঁর অভিযোগের ভিত্তিতেই তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
যদিও অভিযুক্তদের আত্মীয়রা ওই মহিলার বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছেন। তাঁদের দাবি, ওই মহিলার সঙ্গে তাঁর স্বামীর বনিবনা না হওয়ায় তিনি একা থাকতেন। তাঁর বিরুদ্ধে একাধিক ব্যক্তির সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগ তুলেছেন তাঁরা। ওই ঘটনার নিরপেক্ষ তদন্তেরও দাবি উঠেছে।

অভিযুক্তদের পরিজনদের আরও দাবি, শুক্রবার রাতে ওই মহিলার বাড়িতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি গিয়েছিলেন। তার প্রতিবাদ করায় মিথ্যে অভিযোগ দায়ের হয়েছে।

দু’পক্ষের বক্তব্যই শুনেছে পুলিশ। তদন্তকারীরা জানাচ্ছেন, মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে ওই তিন জনকে। পুলিশ জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে।

Post a Comment

Previous Post Next Post