বেঙ্গালুরুতে কলকাতার মহিলাকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২


বেঙ্গালুরুতে ভাড়া বাড়িতে ঢুকে মহিলাকে গণধর্ষণের (Gangrape) অভিযোগ। টাকা ও মোবাইল ছিনতাই করে পালায় অভিযুক্তরা। নির্যাতিতা কলকাতার (Kolkata) বাসিন্দা বলে পুলিশ (Police) সূত্রে খবর। কর্মসূত্র তিনি বেঙ্গালুরুতে (Bangalore) একাই থাকতেন। ইতিমধ্যেই ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি দুজনের খোঁজে তল্লাশি চলছে।

পুলিশ সূত্রে খবর, দেওয়ালির (Diwali) রাতে বেঙ্গালুরুর (Bangalore) গাঙ্গোনডানাহাল্লিতে নির্যাতিতার ভাড়াবাড়িতে ঢোকে পাঁচ অভিযুক্ত। মহিলাকে ভয় দেখিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। এর পরে বাড়ি থেকে ২৫ হাজার টাকা নগদ ও দু’টি মোবাইল ফোন নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ (Police)। তরুণীকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

বেঙ্গালুরু (রুরাল) পুলিশ সুপার সিকে বাবা জানান, রাত সাড়ে ৯টা থেকে রাত ১২টা ১৫-এর মধ্যে ঘটনাটি ঘটেছে। বিষয়টির গুরুত্ব বুঝে SP পদমর্যাদার অফিসারের নেতৃত্বে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তিনটি বিশেষ দলও গঠিত হয়েছে। অভিযোগ তোকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। অভিযুক্তেরা নির্যাতিতার পূর্ব পরিচিত কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

Post a Comment

Previous Post Next Post