ধর্মতলায় ৬০০ কেজি নিষিদ্ধ বাজি-সহ গ্রেপ্তার ১, শহরজুড়ে অভিযান পুলিশের


শনিবার সকালে শহরের প্রাণকেন্দ্র ধর্মতলা থেকে নিষিদ্ধ বাজি-সহ গ্রেপ্তার তরুণ। মোট ৬০০ কেজি বেআইনি বাজি উদ্ধার করেছে পুলিশ। তদন্তকারীরা জেনেছেন এই বিপুল বাজি আসানসোলে পাঠানো হচ্ছিল।
ধৃতের নাম মহম্মদ জিশান। বয়স ২৩ বছর। তিনি তোপসিয়া থানা এলাকার বাসিন্দা। গোপন সূত্রের খবর পেয়ে ধর্মতলা বাস টার্মিনাসের কলকাতা রেফারি অ্যাসোসিয়েশনের কাছে মেয়ো রোডে অভিযান চালায় পুলিশ। ধৃতের থেকে তিনটি নাইলনের বস্তা ও একাধিক বক্স উদ্ধার করা হয়। তা খুলতেই দেখা যায় তাতে রয়েছে নিষিদ্ধ বাজি। পঁচিশটি কাগজের কার্টনে বিভিন্ন ধরণের নিষিদ্ধ বাজি যেমন কালী পটাকা, চকলেট বোম ইত্যাদি ছিল। তারপরই তরুণকে গ্রেপ্তার করে পুলিশ। ময়দান থানায় মামলা দায়ের করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post