২৬-এর ভোটে বদলের পাশাপাশি বদলার হুঙ্কার, রাজ্য-রাজনীতিতে ঝড় তুললেন শুভেন্দু


নাগরাকাটা কান্ডে রাজ্য সরকারের উপর চাপ বাড়াতে আসরে রাজ্য বিজেপি। ২৬-এর ভোটে বদলের পাশাপাশি বদলার হুঙ্কার শুভেন্দু অধিকারীর। বুধবার কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল। উত্তর মালদার সাংসদ খগেন মুর্মুর উপর আক্রমণের ঘটনায় শাসক দলের বিরুদ্ধে গর্জে উঠলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। এদিনের মিছিলে হাজির ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি নেতা রাহুল সিনহা, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায় সহ শীর্ষ বিজেপি নেতৃত্ব। মিছিল শেষে শুভেন্দুর হুঙ্কার, “গত বেশ কয়েকমাস ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক আক্রমণের শিকার হচ্ছেন বিজেপির নেতানেত্রীরা। এই সরকার আদিবাসী বিরোধী। মিছিল শেষ মানে আন্দোলন শেষ নয়। আজ আন্দোলনের শুরু। বদলা চাইলে বদল করতে হবে। ছাব্বিশে বদল হলে সুদে আসলে আমরা বদলা নেব।”

Post a Comment

Previous Post Next Post