শিয়রে ‘মান্থা’, দক্ষিণ ভারতগামী ৬টি ট্রেনের সময় পরিবর্তন করল রেল, খড়্গপুর-টাটা লাইনে বাতিল ৮টি ট্রেন


সিভিয়ার সাইক্লোন মান্থা এগিয়ে আসছে স্থলভাগের দিকে। মঙ্গলবার বিকেলেই অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম ও কলিঙ্গপত্তনমের মাঝে কাকিনাড়ায় ল্যান্ডফল এই ঝড়ের। ল্যান্ডফলের সময়ে তার গতিবেগ থাকবে ঘণ্টায় ১১০ কিলোমিটার। এই ঝড়ের দাপটে তছনছ হতে পারে অন্ধ্র উপকূল-সহ ওডিশা উপকূলের একটা অংশ। বাংলাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই আবহে দক্ষিণ ভারতগামী একাধিক ট্রেনের সময় পরিবর্তন করা হলো দক্ষিণ-পূর্ব রেলওয়ের তরফে। মোট ৬টি ট্রেন মঙ্গলবার তাদের নির্ধারিত সময়ের তুলনায় বেশ কয়েক ঘণ্টা দেরিতে ছাড়বে বলে জানানো হয়েছে দক্ষিণ-পূর্ব রেলওয়ের খড়্গপুর ডিভিশনের তরফে।

এই বিজ্ঞপ্তি অনুযায়ী:

* ১৮০৪৫ শালিমার-চারলাপল্লি ইস্ট-কোস্ট এক্সপ্রেস মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১টা ১৫ মিনিটে শালিমার থেকে ছাড়ার কথা থাকলেও তা রাত ৯টা ১৫ মিনিটে ছাড়বে।

* ২২৮২৫ শালিমার-এমজিআর চেন্নাই এক্সপ্রেস মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ১০টা ১০ মিনিটে ছাড়বে। সোমবার রাত ১২টা ১০মিনিটে ট্রেনটি ছাড়ার কথা ছিল।

* ২২৮৮৭ হাওড়া-এসএমভিটি বেঙ্গালুরু এক্সপ্রেস মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ১০টা ৩০ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। এই ট্রেনটি সোমবার রাত সাড়ে ১২টায় হাওড়া থেকে ছাড়ার কথা ছিল।

* ১২৮৪১ হাওড়া-এমজিআর চেন্নাই করমন্ডল এক্সপ্রেস ২৯ অক্টোবর (বুধবার) রাত ১টা ১০ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। ট্রেনটি মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৩টা ১০ মিনিটে ছাড়ার কথা ছিল।

* ২২৮০৭ সাঁতরাগাছি-এমজিআর চেন্নাই এক্সপ্রেস ২৯ অক্টোবর ভোর ৩টা ৫৫ মিনিটে সাঁতরাগাছি থেকে ছাড়বে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে ট্রেনটি ছাড়ার কথা ছিল।

* ২২৮৫৩ শালিমার-বিশাখাপত্তনম এক্সপ্রেস ২৯ অক্টোবর (বুধবার) ভোর ৪টা ১৫ মিনিটে শালিমার থেকে ছাড়বে। ছাড়ার কথা ছিল মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে।

Post a Comment

Previous Post Next Post