ক্ষমতাসীন দল, তবু বিহার নির্বাচনের ২২ দিন আগে ২৯ শতাংশ প্রার্থী তালিকা ঘোষণা!



এনডিএ সংসারে অশান্তির ছবিটা বিহার বিধানসভা নির্বাচন থেকেই যে স্পষ্ট হবে তার ইঙ্গিত পাওয়া গিয়েছিল রবিবারই। জে পি নাড্ডা (J P Nadda), অমিত শাহর (Amit Shah) বাসভবনে দফায় দফায় বৈঠকের পরেও আসন রফা চূড়ান্ত করতে পারেনি এনডিএ (NDA) জোট। বিহারের নীতীশ কুমার (Nitish Kumar) প্রশাসনের উত্তরসুরি কে, তা জানতে আর একমাসও বাকি নেই। অথচ তার জোটের আসন এখনও রফা হল না। মঙ্গলবার প্রথম দফার প্রার্থী তালিকা (candidate list) প্রকাশ করল বিজেপি, যেখানে ৭১ জনের নাম প্রকাশিত হল।

জোট নিয়ে অহংকার করা বিজেপি নেতাদের অহংকারে পানি পড়ল মঙ্গলবার। জোটের শরিকদের ছাড়াই নিজেদের ৭১ জনের প্রার্থী তালিকা প্রকাশ করা হল পাটনা থেকে। বিহারের বিধানসভা (Bihar assembly election) ২৪৩টি। তার মধ্যে ৭১ আসনে প্রার্থী (candidate) ঘোষণা করার অর্থ মাত্র ২৯ শতাংশ ঘোষণা করা। সেই সঙ্গে ধোঁয়াশা রয়ে গেল এনডিএ জোট নিয়ে। বাকি শরিক দলগুলির প্রার্থী তালিকা প্রকাশে বিজেপির কী ভূমিকা হবে, তা নিয়েও কোনও স্পষ্ট বার্তা দেওয়া হল না।

বিজেপি নেতৃত্বাধীন জোট শরিকদলগুলির (alliance) প্রার্থী তালিকা প্রকাশ নিয়ে এখনও কোনও দিশা নেই। কোন শরিক দল কত আসন পাচ্ছে, তারও কোনও ঘোষণা হয়নি। তারই মধ্যে অস্বস্তি বাড়িয়েছে নীতীশ কুমারের জেডি(ইউ) (JDU) বিধায়ক গোপাল মণ্ডল। বিধানসভার টিকিটের দাবিতে মঙ্গলবার সকাল থেকে তিনি নীতীশ কুমারের বাড়ির বাইরে ধর্নায় বসেন। এর থেকেই স্পষ্ট আসন রফা নিয়ে বিহারের শাসক শিবিরে অশান্তির ছবিটা।

Post a Comment

Previous Post Next Post