দুর্ঘটনার পর নড়েচড়ে বসল রেল। বর্ধমান স্টেশনে কার্যকর হল নতুন নিয়ম। সাম্প্রতিক পদপিষ্টের ঘটনার থেকে শিক্ষা নিয়ে রেল কর্তৃপক্ষ স্টেশনে পর্যাপ্ত রেলপুলিশ মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে একাধিক নতুন নিয়ম। তবে এর পরেও ক্ষোভ উগরে দিয়েছেন যাত্রীরা।
নতুন নির্দেশ অনুযায়ী, বর্ধমান-হাওড়া মেন লাইন লোকাল এখন থেকে দাঁড়াবে ৩ নম্বর প্ল্যাটফর্মে, বর্ধমান-হাওড়া কর্ডলাইন লোকালের জন্য নির্দিষ্ট করা হয়েছে ৪ নম্বর প্ল্যাটফর্ম, বর্ধমান-আসানসোল ও বর্ধমান-রামপুরহাট লোকাল ট্রেন দাঁড়াবে ৬ ও ৭ নম্বর প্ল্যাটফর্মে এবং বর্ধমান-কাটোয়া লোকালের জন্য বরাদ্দ ৮ নম্বর প্ল্যাটফর্ম।
প্ল্যাটফর্মে ওঠা-নামার জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে ফুট ওভারব্রিজ। এর ফলে যাত্রীদের ভিড়কে নিয়ন্ত্রণে রাখা যাবে বলে মনে করা হচ্ছে। দুর্ঘটনার পরে নিয়মের এই পরিবর্তন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। তাঁদের অভিযোগ, ‘‘প্রতিবারেই দুর্ঘটনার পরে রেল কর্তৃপক্ষের তৎপরতা দেখা যায় কিন্তু কিছুদিন পরেই সব আগের মতো হয়ে যায়।’’
যাত্রীদের একাংশ অভিযোগ তুলেছেন, ফুটওভারব্রিজের পরিকাঠামো পর্যাপ্ত নয় বলে। এই প্রসঙ্গে যাত্রী বিশ্বনাথ রায়, খোকন মল্লিকদের দাবি, সিঁড়িগুলি সংকীর্ণ। চলন্ত সিঁড়িতে অনেকেই অভ্যস্ত নন। ফলে নতুন নিয়মের পরেও ভিড়জনিত দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়।
পূর্ব রেলের এক আধিকারিক বলেন, ‘‘ নতুন নিয়মগুলি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। যাত্রী চলাচলের পরিস্থিতি বিবেচনা করে স্টেশনের বিভিন্ন জায়গায় টাঙানো হবে নোটিশ বোর্ড। সব কিছু পর্যবেক্ষণ করে নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত।’’