রাজ্য ত্রাণ তহবিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ৫ লক্ষ, এক লক্ষ করে দেবেন মন্ত্রীরাও


দার্জিলিং: উত্তরবঙ্গে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের পর যখন কেন্দ্রীয় সরকার নীরব দর্শকের ভূমিকায়, তখন রাজ্য সরকার নিজের সীমিত ক্ষমতার মধ্যেই দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে সর্বশক্তি দিয়ে। ত্রাণ ও পুনর্বাসনের কাজে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অক্লান্তভাবে পরিদর্শন করছেন ক্ষতিগ্রস্ত এলাকাগুলি, আর এবার রাজ্য ত্রাণ তহবিলে নিজে ৫ লক্ষ টাকা দান করেছেন। বুধবার দার্জিলিংয়ের লালকুঠিতে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে তিনি এই ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী জানান, তাঁর লেখা বইয়ের রয়্যালটি এবং গানের সিডি থেকে পাওয়া অর্থ দিয়েই তিনি এই অনুদান দেবেন।
একই সঙ্গে তিনি জানান, রাজ্যের ৪৪ জন মন্ত্রী ত্রাণ তহবিলে ১ লক্ষ টাকা করে দান করছেন। উল্লেখ‌্য, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ইতিমধ্যেই ১ লক্ষ টাকার ত্রাণ তহবিলে দানের ঘোষণা করেছেন। একে তৃণমূলের তরফ থেকে কেন্দ্র ও কেন্দ্রের শাসক দলের প্রতি একটি বার্তা বলেই মনে করা হচ্ছে যে, রাজ‌্য সরকার সর্বদা দুর্গত মানুষের পাশে রয়েছে। এছাড়া, ত্রাণ তহবিলে অর্থদানের জন‌্য মুখ‌্যমন্ত্রী এদিন রাজ‌্যবাসীর কাছেও আহ্বান জানিয়েছেন। ইতিমধ্যে সাড়া দিয়ে বহু মানুষ তহবিলে অর্থ দান করেছেন। ক‌্যামেলিয়া গ্রুপের কর্ণধার নীলরতন দত্ত ১০ লক্ষ টাকা এই তহবিলে জমা দিয়েছেন।

Post a Comment

Previous Post Next Post