২০২৬ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের


২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নির্বাচনের সূচনাকে সামনে রেখে রাজ্যে থাকা ২২টি নোডাল এজেন্সিকে ইতিমধ্যেই চিঠি পাঠিয়ে কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি এজেন্সিকে আগামী ৩০ অক্টোবরের মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

সূত্রের খবর, নির্বাচনের সময় এই ২২টি সংস্থা কীভাবে কাজ করবে, তার পূর্ণ তালিকাও তৈরি করে ফেলেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। পাশাপাশি, প্রত্যেক এজেন্সির নোডাল অফিসারের নাম, পদ ও যোগাযোগের তথ্যও নির্দিষ্ট সময়সীমার মধ্যে জমা দিতে বলা হয়েছে।

অক্টোবরের শেষ সপ্তাহে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এজেন্সিগুলির সঙ্গে বৈঠক করে তাঁদের কাজের পরিধি এবং দায়িত্ব নির্ধারণ করবেন। নির্বাচনকে স্বচ্ছ ও সুষ্ঠু করতে এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলে দেখা হচ্ছে।

Post a Comment

Previous Post Next Post