ঘাটাল: ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে মুখ্যমন্ত্রীর স্বপ্ন সফল হবেই, ফের জানিয়ে দিলেন ঘাটালের সাংসদ দেব। ঘাটাল শহরের টাউন হলে ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে এক বৈঠকে যোগ দেন তিনি। বৈঠকে ছিলেন মন্ত্রী শিউলি সাহা, দুই বিধায়ক মমতা ভূঁইয়া ও অরূপ ধাড়া, মহকুমাশাসক সুমন বিশ্বাস প্রমুখ। বৈঠক শেষে দেব বলেন, “যেভাবে ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ এগোচ্ছে আমি সন্তুষ্ট। অনেকটা কাজ এগিয়েছে। খুব শীঘ্রই নদী ও খালগুলির ড্রেজিংয়ের কাজ শুরু হবে। বেশ কয়েকটি কংক্রিটের সেতুর জায়গা পরিদর্শনের কাজ চলছে। আমি নিশ্চিত, যথাসময়েই ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ শেষ হবে। ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে দিদি আমাকে কথা দিয়েছিলেন। কথা রাখছেন দিদি।” ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুল মাঠে ঘাটাল লোকসভা সাংগঠনিক জেলা তৃণমূলের বিজয়া সম্মিলনীতেও যোগ দেন দেব। ঘাটাল উৎসব ও শিশুমেলা কমিটি গঠনের সভায় যোগ দেন। মেলা কমিটির চেয়ারম্যান হয়েছেন মহকুমাশাসক সুমন বিশ্বাস ও যুগ্ম সম্পাদক হয়েছেন দেব ও পুর চেয়ারম্যান তুহিনকান্তি বেরা।