জল ধরে রাখতে পাঞ্চেতে টেলপুল, উদ্যোগী DVC


রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার বার ডিভিসি এবং কেন্দ্রকে দায়ী করেছেন বাংলার বন্যার জন্য। তাঁর অভিযোগ, অনেক বার বলা সত্ত্বেও মাইথন ও পাঞ্চেতের বাঁধ থেকে পলি তোলা হচ্ছে না। এমনকী সম্প্রতি তিনি পলি না–তুললে বাঁধ ভেঙে দিতে বলেছেন। অন্য দিকে ডিভিসির বক্তব্য, প্রবল বৃষ্টি হলে বাঁধ বাঁচাতে জল ছাড়তেই হবে।

এমন বিতর্কের মধ্যেই বৃহস্পতিবার পাঞ্চেতে নতুন একটি বাঁধ নির্মাণ নিয়ে বৈঠক করেছেন ঝাড়খণ্ডের বিধায়ক অরূপ চট্টোপাধ্যায়, ডিভিসির পাঞ্চেতের প্রধান আধিকারিক অভয় শ্রীবাস্তব এবং এনটিপিসি প্রতিনিধিরা।

এই বিষয়ে শুক্রবার অরূপ জানিয়েছেন, ডিভিসি কর্তৃপক্ষ পাঞ্চেতে আবার টেলপুল ড্যাম তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে পাঞ্চেত থেকে যে জল পশ্চিমবঙ্গে ছাড়া হচ্ছে, তার পরিমাণ বেশ কিছুটা কমানো সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে।

ডিভিসির তরফে অভয় শ্রীবাস্তব জানিয়েছেন, এই ড্যাম নির্মাণের জন্য ডিভিসি ইতিমধ্যেই একটি সংস্থাকে ডিপিআর তৈরি করতে বলেছে। ড্যামটির জন্য ৬০০ একর জমির দরকার হবে। সেটি পাঞ্চেত বা মাইথনের মতো বড় হবে না।

কিন্তু তেনুঘাট থেকে সোজা যে জল পাঞ্চেতে ঢোকে, সেই জলের একটি বড় অংশ এই নতুন ড্যামে ধরে রাখা সম্ভব হবে। একই সঙ্গে এই ড্যামের জলকে কাজে লাগিয়ে ডিভিসি ৪০ মেগাওয়াটের একটি জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করবে।


Post a Comment

Previous Post Next Post